কেউ সুইজারল্যান্ডে, কেউ দুবাইয়ে, কেউবা আবার মিসরে—নতুন বছরের শুরুটা ছুটির আমেজে কাটছে ভারতের তারকা অভিনেত্রী কারিনা কাপুর, সোনাক্ষী সিনহা, পরিণীতি চোপড়া, কৃতি শ্যাননদের।
দুই সন্তান তৈমুর আলী খান ও জেহ আলী খানকে নিয়ে অবকাশযাপনে সুইজারল্যান্ডে উড়াল দিয়েছেন বলিউডের তারকা জুটি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। সঙ্গে কারিনার ঘনিষ্ঠ বান্ধবী নাতাশা পুনাওয়ালাও রয়েছেন
বিজ্ঞাপন
চার হাজার বছরের পুরোনো মমি দেখতে মিসরে গেছেন সোনাক্ষী সিনহা। দেশটির কায়রোতে অবস্থিত ‘ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশন সিভিলাইজেশন’–এ ঘোরাঘুরির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী
বিজ্ঞাপন
স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে নিয়ে লন্ডনে উড়াল দেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পর প্রথম বড়দিনটাও লন্ডনেই কেটেছে তাঁদেরএই ছুটিটা বোন নূপুর শ্যাননকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কাটাচ্ছেন অভিনেত্রী কৃতি শ্যানন। ভারতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও তাঁর জীবনসঙ্গী সাক্ষীর সঙ্গে একটি পার্টিতেও দেখা গেছে তাঁদের