জনপ্রিয় মালয়ালম পরিচালক ও চিত্রগ্রাহক সংগীত শিবান মারা গেছেন। আজ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গেছেন, জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তাঁর বয়স হয়েছিল ৬১।
দিন কয়েক ধরেই হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।
মালয়ালম ও হিন্দি সিনেমায় সমানতালে কাজ করেছেন শিবান। ১৯৮৯ সালে হিন্দি সিনেমা ‘রাখ’-এ নির্বাহী প্রযোজক হিসেবে ক্যারিয়ার শুরু হয় শিবানের। ১৯৯০ সালে মালয়ালম সিনেমা ‘বিয়োম’ দিয়ে নির্মাতা হিসেবে যাত্রা শুরু হয়।
১৯৯২ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘যোদ্ধা: দ্য ওয়ারিয়র’ তাঁকে নির্মাতা হিসেবে পরিচিতি এনে দেয়।
এ ছাড়া ‘কেয়া কুল হ্যায় হ্যাম’, ‘আপনা সাপনা মানি মানি’, ‘ক্লিক’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ ইত্যাদি হিন্দি সিনেমা নির্মাণ করেন শিবান। হিন্দিতে তাঁর শেষ ছবি ‘ভ্রম’ মুক্তি পায় ২০১৯ সালে।
পরিচালনার পাশাপাশি নিজের বেশ কিছু সিনেমার জন্য চিত্রনাট্যও লিখেছেন শিবান। সংগীত শিবানের বড় ভাই প্রখ্যাত চিত্রগ্রাহক সন্তোষ শিবান।