আজ বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের জন্মদিন। এ উপলক্ষে ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে ২৭টি তথ্য।
১৯৯৭ সালের ৬ মার্চ মুম্বাইয়ে জন্মদিন জাহ্নবী কাপুরের। আজ ২৭তম জন্মদিন তাঁরবাবা বিখ্যাত প্রযোজক বনি কাপুর, মা অভিনেত্রী শ্রীদেবী। ছোটবেলা থেকেই তাই বাড়িতে সাংস্কৃতিক আবহেই বড় হয়েছেন জাহ্নবী
শ্রীদেবী চাননি যে মেয়ে অভিনেত্রী হোক। তবে জাহ্নবীর ইচ্ছা দেখে আর আপত্তি করেননি২০১৮ সালে ‘ধড়ক’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় তাঁরঅভিনয়ের জন্য বরাবরই সমালোচিত হয়েছেন জাহ্নবী, তারকা পরিবারের সন্তান হওয়ায় বারবার হয়েছেন কটাক্ষের শিকার
বিজ্ঞাপন
শুরু থেকেই মা শ্রীদেবীর সঙ্গে তুলনা টানা হতো জাহ্নবীর। এমনকি তাঁকে নানাভাবে কটাক্ষও করা হতো। সে সময় মানসিকভাবে ভেঙে পড়তেন তিনি। তবে এখন তিনি এসব নিয়ে বাঁচতে শিখে গেছেন। ‘মিলি’, ‘বাওয়াল’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’, ‘গুডলাক জেরি’র মতো ছবির পর এখন তাঁর কদর বেড়েছে। এসব ছবির মাধ্যমে তিনি নিজের প্রতিভা প্রমাণ করার সুযোগ পেয়েছেনকিছুদিন আগেই এক বিবৃতিতে মায়ের সঙ্গে তুলনা প্রসঙ্গে জাহ্নবী বলেন, ‘আমি মনে করি না যে তিনি যা করেছেন, তা আর কেউ করতে পারবেন। তাঁর মতো কেউ বৈচিত্র্যময় হয়ে উঠতে পারবেন না। তাঁর যা উচ্চতা, সেই উচ্চতায় কেউ পৌঁছাতে পারবেন বলে আমি মনে করি না। তাই দয়া করে আমাকেও রেহাই দিন।’জাহ্নবী যোগ করেন, ‘মাম্মার (শ্রীদেবী) নাচের সঙ্গে আজকের প্রজন্মের নায়িকাদের নাচের স্টেপের তুলনা করা হয়। আমি আর আমার বোন আগে এসবে খুব নার্ভাস হয়ে পড়তাম। এসব আমাদের ওপর খুব চাপ সৃষ্টি করত। বুঝেছিলাম যে শ্রীদেবীর মেয়ে হওয়া সহজ কথা নয়। এত বড় ব্যাগেজের ভারে আমি নুইয়ে পড়েছিলাম। ধীরে ধীরে আমি বুঝলাম যে এসব প্রেরণা হিসেবে নিলে, আমি হয়তো একটু হালকা বোধ করব। আমি বুঝলাম যে আমার তুলনা মাম্মার সঙ্গে করা হচ্ছে’ সেই রকম উচ্চতার অভিনেত্রীর সঙ্গে করা হচ্ছে। এসব বিষয় আমাকে কোনো না কোনোভাবে অনুপ্রাণিত করতে শুরু করেছিল’
বিজ্ঞাপন
মায়ের প্রসঙ্গ টেনে এ অভিনেত্রী বিবৃতিতে আরও বলেন, ‘মাম্মা আমায় বলেছিলেন যে আমার প্রথম ছবি বা পারফরম্যান্সের সঙ্গে তাঁর প্রথম ছবি বা পারফরম্যান্সের কখনোই তুলনা টানা হবে না। তাঁর শেষ ছবির সঙ্গে এ তুলনা করা হবে বলে মাম্মা বলেছিলেন। তিনি বলেছিলেন যে এই চাপ মাম্মা তাঁর শত্রুর জন্যও চান না। আমি আমার অভিষেক ছবির সময় বুঝেছিলাম যে মাম্মার কথা কতটা সত্যি’জাহ্নবী নিজের অভিষেক ছবি ‘ধড়ক’-এর প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি যখন আমার প্রথম ছবির কাজ শুরু করেছিলাম, তখন সচেতনভাবেই তাঁর (শ্রীদেবী) আলো থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিলাম। কারণ, লোকে তাহলে বলবে যে শ্রীদেবীর মেয়ে বলেই আমি আমার প্রথম ছবি পেয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে মায়ের থেকে কোনো সাহায্য আমি নেব না। আমি আমার মায়ের থেকে সম্পূর্ণ আলাদাভাবে অভিনয় করব। আমি তাঁকে আমার ছবির সেটে না আসার কথা বলতাম। কিন্তু এখন আমার মনে হয়, সে সময় আমি সত্যি বোকা ছিলাম। আমি তাঁর মেয়ে, আর এই সত্য থেকে আমি কখনো পালাতে পারব না। এখন তিনি আর নেই, আর এটা আমার সবচেয়ে বড় অনুশোচনা’জাহ্নবী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ভক্ত–অনুসারীর অভাব নেইইনস্টাগ্রামে নানা ধরনের গ্ল্যামারাস ছবি পোস্ট করলেও পর্দায় বেশির ভাগ সময়ই তাঁকে দেখা গেছে গ্ল্যামারহীন চরিত্রেকিছুদিন আগে এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেছিলেন, নাচ–গানে ভরপুর মসলাদার সিনেমায় অভিনয় করতে চান তিনিহিন্দির পাশাপাশি দক্ষিণি সিনেমায়ও দেখা যাবে জাহ্নবীকে। গত বছর জন্মদিনেই প্রথম তেলেগু সিনেমার ঘোষণা দিয়েছেন অভিনেত্রীছবিটিতে তাঁকে দেখা যাবে জুনিয়র এনটিআরের বিপরীতেনিজের সিনেমাদর্শন সম্পর্কে ‘বাওয়াল’ ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে জাহ্নবী বলেছিলেন, ‘অভিনেতা হিসেবে আমরা সেসব চরিত্রে নিজেদের মেলে ধরি, যা আমাদের জন্য লেখা হয়েছে বা আমরা যা আপন করে নিই। কিন্তু আমরা এমন দুর্দান্ত চরিত্র খুব কমই পাই, যেখানে নিজের প্রতিভা মেলে ধরার অনেক সুযোগ থাকে’ক্যারিয়ারের প্রথম দিকে সমালোচনার শিকার হলে মন খারপ হতো জাহ্নবীর। তবে এখন অনেকটাই সামলে নিতে শিখেছেন। তারপরও মাঝেমধ্যে যে মন খারাপ হয় না, তা নয়। এ প্রসঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘এত পরিশ্রমের পরও এসব কটুকথা আমাকে কষ্ট দেয়। আমার রক্ত, ঘাম ঝরানো পরিশ্রম অর্থহীন বলে মনে হয়। কিছু মানুষের তির্যক মন্তব্য শুনে মন অশান্ত হয়ে ওঠেতবে ইতিবাচক সমালোচনাকে খোলামনে স্বাগত জানাতে প্রস্তুত জাহ্নবী। এই বলিউড নায়িকা বলেন, ‘ইতিবাচক সমালোচনাকে সব সময় সম্মান জানাই। কেউ যখন বলেন যে “মিলি”তে ভালো কাজ করেছি, তবে আরও উন্নতি করতে হবে, এ ধরনের সমালোচনা আমি খোলামনে নিই। কিন্তু কারও কারও উদ্দেশ্যই থাকে শুধু আমাকে আঘাত দেওয়া। তখন খুব কষ্ট হয়’সারভাইভ্যাল ড্রামা ‘মিলি’তে প্রথমবার বাবা বনি কাপুরের প্রযোজনায় অভিনয় করেছেন জাহ্নবী। বাবা প্রযোজিত ছবিতে অভিনয়, তাই জাহ্নবীকে ঘিরে স্বজনপ্রীতির বিতর্ক আবারও উঠেছিল। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘শুরুর দিনে ছবিগুলোর ক্ষেত্রে হয়তো বিষয়টি (স্বজনপ্রীতি) সত্যি, চলচ্চিত্র পরিবারের মেয়ে হওয়ায় সুযোগ পাওয়া সহজ হয়েছে। কিন্তু এখন যেসব সিনেমায় সুযোগ পাচ্ছি, সেটা নিজের দক্ষতার জোরে। আমার প্রতিভা দেখেই পরিচালক-প্রযোজকেরা আস্থা রাখছেন’ চলতি বছর জাহ্নবীকে দেখা যাবে বেশ কয়েকটি হিন্দি ও দক্ষিণি সিনেমায়। অভিনেত্রী মনে করেন, সিনেমাগুলো মুক্তি পেলে তাঁকে নিয়ে নতুন করে ভাববেন নির্মাতারাআজ জাহ্নবীর জন্মদিন উপলক্ষে প্রকাশ পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘দেবারা: পার্ট ১’–এর ফার্স্ট লুকফার্স্ট লুকে জাহ্নবীর ছবিটি পছন্দ করেছেন তাঁর ভক্ত–অনুসারীরাজন্মদিনে জাহ্নবীকে নিয়ে জানা গেছে আরও একটি নতুন খবর। আরও একটি দক্ষিণি ছবিতে যুক্ত হতে চলেছেন তিনিসামনে তাঁকে দেখা যাবে নাম ঠিক না হওয়া নতুন একটি তেলেগু ছবিতেছবিটিতে তাঁকে দেখা যাবে রাম চরণের সঙ্গে অভিনয় করতেজাহ্নবীর ছোট বোন খুশি কাপুরেরও বলিউড অভিষেক হয়েছেঅভিষেকের আগে তাঁকে কী পরামর্শ দিয়েছেন জাহ্নবী? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘ওকে বলেছি, ইন্ডাস্ট্রির কারও সঙ্গে প্রেম না করতে।’