‘স্কুইড গেম’–এর দৃশ্য। আইএমডিবি
‘স্কুইড গেম’–এর দৃশ্য। আইএমডিবি

‘স্কুইড গেম’ কি নকল

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘স্কুইড গেম’-এর বিরুদ্ধে নকলের অভিযোগ ভারতীয় নির্মাতা সোহম শাহর। সম্প্রতি আইডিয়া চুরির অভিযোগে তিনি প্ল্যাটফর্মটির বিরুদ্ধে মামলাও করেছেন। তবে এক বিবৃবিতে নকলের অভিযোগ উড়িয়েছে দিয়েছে প্ল্যাটফর্মটি। খবর হিন্দুন্তান টাইমসের

২০০৯ সালে মুক্তি পেয়েছিল ইমরান খান, সঞ্জয় দত্ত, রবি কিষণ অভিনীত সিনেমা ‘লাক’। অন্যদিকে ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তির পর ঝড় তোলে কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’। চলতি বছরই এর দ্বিতীয় মৌসুম মুক্তি পাওয়ার কথা।

‘স্কুইড গেম’–এর দৃশ্য। আইএমডিবি

এর মধ্যেই নির্মাতা সোহম শাহর দাবি, ‘স্কুইড গেম’ মূলত ‘লাক’ সিনেমার নকল।

এর পাল্টা জবাব দিলেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ। হিন্দুস্তান টাইমসকে নেটফ্লিক্সের তরফে জানানো হয়, ‘এই দাবির কোনো ভিত্তি নেই। “স্কুইড গেম” হোয়াং ডং হিউক দ্বারা নির্মিত, তিনিই এটি লিখেছেন।’

অন্যদিকে সোহম শাহ দাবি করেছেন, তিনি ২০০৬ সালে বা এর কাছাকাছি সময়ে তাঁর গল্পটি লিখেছিলেন এবং ২০০৯ সালের জুলাই মাসে ছবিটি ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

‘স্কুইড গেম’–এর দৃশ্য। আইএমডিবি

অন্যদিকে হোয়াং ডং হিউক ২০০৯ সালে ‘স্কুইড গেম’-এর গল্প লিখেছিলেন, যা আরও এক যুগ পর মুক্তি পায়।

সোহমের আশঙ্কা, ২০০৯ সালে মুক্তির পর ‘লাক’ সিনেমা দেখেই তিনি হয়তো ‘স্কুইড গেম’ লিখিছিলেন।