রাশি খান্না। ইনস্টাগ্রাম থেকে
রাশি খান্না। ইনস্টাগ্রাম থেকে

প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হওয়ার ইচ্ছা ছিল, তবে...

দক্ষিণি ছবির কল্যাণে প্রথম পরিচিতি পান তিনি। গত বছর এই অভিনেত্রীকে দেখা গেছে জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজে। অথচ অভিনয় নিয়ে তাঁর তেমন আগ্রহই ছিল না, চেয়েছিলেন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হতে। কে এই অভিনেত্রী? ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কলেজে পড়ার সময় থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন, কাজ করেন কপিরাইটার হিসেবে। বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজের সুবাদেই মডেলিংয়ের প্রস্তাব পান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এই অভিনেত্রী আর কেউ নন, রাশি খান্না। সুজিত সরকারের ‘মাদ্রাজ ক্যাফে’ দিয়ে প্রথমবার হিন্দি সিনেমায় দেখা যায় তাঁকে। পরে নিয়মিত তাঁকে দেখা যায় দক্ষিণি সিনেমায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এখন অভিনয়ে নিয়মিত হলেও রাশি খান্না আদতে অভিনয়েই আসতে চাননি। চেয়েছিলেন আইএএস কর্মকর্তা হতে। কিন্তু রাশি খান্না যখন ভারতের ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাঁর সামনে খুলে যায় অভিনয়ের দরজা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘ওহালু গুসাগুসালাদে’, ‘ইমাইক্কা নদিগাল’, ‘ভিলেন’, ‘বেঙ্গল টাইগার’, ‘সুপ্রিম’,‘থোলি প্রেমা’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে তাঁকে। তামিল, তেলেগু, মালয়লমসহ বিভিন্ন দক্ষিণি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এ ছাড়া অভিনয় করেছেন আরেকটি আলোচিত সিরিজ ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’-এ। এ সিরিজে তাঁকে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করতে দেখা যায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
চলতি বছর হিন্দি ও দক্ষিণি সিনেমা মিলিয়ে পাঁচটি সিনেমা মুক্তি পাবে রাশির। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে