এ যেন এক রূপকথার গল্প। রূপকথার পাতা থেকে জীবন্ত হওয়া দুই চরিত্র যেন সিড ও কিয়ারা। একসঙ্গে তাঁরা হয়ে উঠেছেন ‘সিয়ারা’। গতকাল সিড ও কিয়ারা বিয়ে করে মরুশহরের বুকে এক নতুন রূপকথার কাহিনি লিখলেন। তাঁদের ভালোবাসা জয়সলিরের তপ্ত মরুভূমির বুকে যেন ছড়িয়ে দিয়েছিল এক মুঠো হিমেল বাতাস। মরুশহরের সূর্যগড় প্রাসাদে বসেছিল এই রাজকীয় বিয়ের আয়োজন। গোধূলিবেলায় সিড আর কিয়ারা সাত পাকে বাঁধা পড়েছিলেন।
গতকাল রাতে নেট-দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল তাঁদের বিয়ের নানান রঙিন মুহূর্তের ছবি। সিয়ারাকে একসঙ্গে দেখে মুগ্ধ সবাই। এদিন বধূর বেশে কিয়ারা হয়ে উঠেছিলেন কোনো রূপকথার রাজকন্যা। আর রাজকীয় বেশে সিদ্ধার্থ ঘোড়ায় চেপে টগবগিয়ে এসেছিলেন রাজকন্যা কিয়ারাকে বিয়ে করতে। সোনালি শেরওয়ানিতে সিড হয়ে উঠেছিলেন আরও সুদর্শন। এবার জেনে নেওয়া যাক বিয়ের রাতে সিড ও কিয়ারার সাজসজ্জার টুকিটাকি।
সবার আগে মরুশহরের রূপকথার নায়িকা; অর্থাৎ বধূ কিয়ারার সাজসজ্জার প্রসঙ্গে আসা যাক। এই রাতে কিয়ারা ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা-চোলি পরেছিলেন, তা কারও অজানা নেই। শুধু পোশাক নয়, কিয়ারা বিয়ের গয়না মনীশের জুয়েলারি কালেকশন থেকে বেছে নিয়েছিলেন। এই বলিউডকন্যা বিয়ের রাতে পরেছিলেন ওম্ব্রে ইম্প্রেস রোজের লেহেঙ্গা। লেহেঙ্গাজুড়ে রোমান আর্কিটেকচারের সূক্ষ্ম কারুকাজ ধরা পড়েছে। সিয়ারার জাদুকরি রোমান্স দ্বারা মনীশের এই কালেকশন অনুপ্রাণিত। খাঁটি সোয়ারভস্কির ক্রিস্টালের দ্যুতিতে আরও ঝলমলিয়ে উঠেছিলেন বধূবেশী কিয়ারা।
বিয়ের রাতে মনীশের হিরেখচিত অলংকারে উজ্জ্বল ছিলেন তিনি। আলট্রাফাইন হাতে কাটা হিরে বসানো ছিল কিয়ারার গলার হারে ও কানের দুলে। আর তার সঙ্গে ছিল ‘জাম্বিয়ান এমরাল্ড’-এর চমক। কিয়ারার অলংকারের দ্যুতি যেন ছড়িয়ে পড়েছিল সমগ্র সূর্যগড় প্রাসাদের আনাচকানাচে।
কিয়ারা তাঁর কনের সাজসজ্জা নিয়ে নানা নিরীক্ষা করেছেন। এ ব্যাপারে তিনি প্রথার বাইরে গিয়ে হেঁটেছেন। সাধারণত বিয়ের রাতে সবাই লাল রঙের জোড়া আর চুড়ি বেছে নেন। কিয়ারা তা করেননি। আর এই রাতে তিনি ন্যুড মেকআপ করে সমগ্র আসরে স্নিগ্ধতা ছড়িয়েছিলেন। কিয়ারার হাতে ছিল সাদা ও গোলাপি রঙের এক গোছা চুড়ি। আর তাঁর ‘কলিরে’ সবার নজর কেড়েছে। কিয়ারার কলিরে আর চুড়ি মৃণালিনী চন্দ্রা ডিজাইন করেছেন। তাঁর কলিরেতে ধরা পড়েছে চাঁদ, তারা, প্রজাপতি—এমনকি নবদম্পতির প্রিয় ভ্রমণের ঠিকানা। এর পাশাপাশি এই নববধূর টিকলি আর নাকছাবি চোখে পড়ার মতো। সব মিলিয়ে কনেবেশী কিয়ারার সৌন্দর্য বিয়ের রাতকে আরও আলোকিত করে তুলেছিল।
এবার আসা যাক বরবেশী সিদ্ধার্থের প্রসঙ্গে। এই রাতে তাঁর পরনেও ছিল মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। মনীশের কাস্টম ক্রিয়েশন কালেকশন থেকে তিনি বিয়ের রাতের পোশাক বেছে নিয়েছিলেন। সিড মেটালিক গোল্ড রঙের শেরওয়ানি পরেছিলেন, যা তাঁর লুককে রাজকীয় করে তুলেছিল। এই বলিউড তারকার শেরওয়ানিজুড়ে ছিল সোনালি জারদৌসি, আইভরি থ্রেডওয়ার্ক আর বদলাওয়ার্কের অত্যন্ত সূক্ষ্ম কাজ। সিদ্ধার্থের রাজকীয় লুক আরও আভিজাত্যপূর্ণ হয়ে উঠেছিল হাতে তৈরি পোলকি জুয়েলারির বাহারে। তার সঙ্গে ছিল ‘আনকাট’ হিরে।
সাদা গোলাপ দিয়ে বোনা হয়েছিল সিড আর কিয়ারার বরমাল্য। এই বরমাল্য তাঁদের লুককে আরও স্নিগ্ধ করে তুলেছিল। সিয়ারার শাহি লুক এখন নেট-দুনিয়ার উষ্ণতা কয়েক শ গুণ বাড়িয়ে দিয়েছে।