অবশেষে ছায়াছবির দুনিয়ায় পা রাখলেন নবাগত অভিনেত্রী অবন্তিকা দসানি। বলিউডের সাবেক নায়িকা ভাগ্যশ্রীর কন্যা তিনি। কিন্তু তারকাকন্যা হিসেবে নয়, নিজের প্রতিভার জোরেই সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন অবন্তিকা।
বিনোদন–দুনিয়ায় অবন্তিকার অভিষেক আগেই হয়ে গেছে। সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ ‘মিথ্যা’তে অভিনয় করেছেন তিনি। দার্জিলিংয়ের স্কুলছাত্রী ‘রিয়া রাজগুরু’র চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই তারকাকন্যা। তাঁকে এই সিরিজে নেতিবাচক চরিত্রে দেখা গেছে। তবে ‘মিথ্যা’ অবন্তিকার ক্যারিয়ারের জন্য খুব একটা লাভজনক হয়নি। এ প্রসঙ্গে ভারতের দৈনিক অমর উজালাকে বলেছেন, ‘একজন তারকার সন্তান হওয়াই আপনার জন্য যথেষ্ট নয়। পরিশ্রম আর প্রতিভার জোরে নিজের জায়গা করে নিতে হয়।’
আগে খবর ছিল, হিন্দি ছবি ‘ইউ শেপ কি গল্লি’র মাধ্যমে ছায়াছবির দুনিয়ায় পা রাখবেন। কিন্তু তা হয়নি।
তেলেগু ছবি ‘নেনু স্টুডেন্ট স্যার’-এর মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হলো। গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে। রাকেশ উপ্পলাপতি পরিচালিত ছবিটিতে গণেশ বেলমকোন্ডার সঙ্গে কাজ করেছেন অবন্তিকা। তাঁর আসন্ন ছবি ‘ইউ শেপ কি গল্লি’ পরিচালনা করছেন পরিচালক অবিনাশ দাস।
এই রোমান্টিক-মিউজিক্যাল ছবিতে অবন্তিকার বিপরীতে আছেন ভিভান শাহ। ছবিতে জাভেদ জাফরিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। অবন্তিকা এই ছবিতে ‘শবনম’-এর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। এই হিন্দি ছবির প্রসঙ্গে অবন্তিকা বলেছেন, ‘শবনমের জন্য আগে অনেকেই অডিশন দিয়েছিল। কিন্তু সবার মধ্যে থেকে চরিত্রটি আমি পেয়েছিলাম। আমি এখন পর্যন্ত যা কাজ পেয়েছি, তা নিজের প্রতিভার জোরে।’
এই সাক্ষাৎকারে অবন্তিকা জানিয়েছেন, আগে অভিনয়ে তাঁর কোনো উৎসাহ ছিল না। তাঁর ভাষ্যে, ‘পড়াশোনার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। কলেজে প্রথম হয়েছিলাম। উচ্চশিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলাম।
কিন্তু কখনোই অভিনয় ঘিরে আমার ভাবনাচিন্তা ছিল না।’ অবন্তিকা আরও বলেন, ‘ভাই অভিমন্যুকে দেখে অভিনয়ে উৎসাহিত হয়েছি। তার কঠিন সংগ্রাম দেখেছি। পরিবারের সমর্থন ছাড়াই সে নিজের পরিচয় গড়ে তুলেছে। আমার মনে হয়েছিল, পরিশ্রমের জোরে নিজের একটা পরিচয় গড়ে তোলা প্রয়োজন।’
সাক্ষাৎকারে তারকাসন্তান হওয়ার সুবিধা নিয়েও কথা বলেছেন অবন্তিকা, ‘সুবিধা শুধু একটাই, তাঁদের অভিজ্ঞতা কাজে আসে। যখন কোনো প্রকল্প আমার কাছে আসে, মায়ের মতামত নিই। তারপর সেই চরিত্র বুঝে ওঠার চেষ্টা করি। ফলে আত্মবিশ্বাস বেড়ে যায়। আগেই ঠিক করে নিয়েছিলাম, তারকাসন্তান, স্বজনপ্রীতি—এসব বিতর্কে জড়াব না। এসব করে কোনো লাভ হয় না। এসবকে গুরুত্ব না দিয়ে নিজের ক্যারিয়ারে মনোযোগ দেওয়া উচিত।’