শুটিং সেট থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি শাহরুখ খানের বলে দাবি করছেন তাঁর অনুরাগীরা। খবরটি একাধিক ভারতীয় সংবাদমাধ্যমেও এসেছে। আসলেই ছবিটি কি তাঁর?
ভাইরাল ছবিতে নীল রঙের স্যুট পরা এক ব্যক্তিকে কয়েকজনের সঙ্গে আলাপ করতে দেখা গেছে। বলা হচ্ছে, নীল স্যুট পরা সেই ব্যক্তিই শাহরুখ খান। ছবিটি স্পেনে ‘কিং’ সিনেমার শুটিংয়ের সেট থেকে ফাঁস হয়েছে
তবে ছবিটি যাচাই করে বলিউড হাঙ্গামা জানিয়েছে, এটি শাহরুখ খানের ছবি নয়। এটি ২০২০ সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ব্রিটিশ–স্প্যানিশ থ্রিলার সিরিজ ‘হোয়াইট লাইনস’–এর প্রথম পর্বের দৃশ্য। নীল স্যুট পরা ব্যক্তিটি আর্জেন্টাইন–স্প্যানিশ অভিনেতা জুয়ান দিয়েগো বোতো
বিজ্ঞাপন
নির্মাতা সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ ছবিতে প্রথমবার একসঙ্গে শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানের কাজ করার কথা রয়েছে
বিজ্ঞাপন
সদ্য শেষ হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) চ্যাম্পিয়ন হওয়ার পর ফুরফুরে মেজাজে আছে খান পরিবার। পরিবারের সদস্যদের নিয়ে অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক্-বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে ইতালিতে গেছেন শাহরুখ