গত বছর সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ উঠেছিল ভারতের বিতর্কিত ইউটিউবার এলভিশ যাদবের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর বারবার জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। গত রোববার এ অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে নয়ডা পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের
‘বিগ বস’ ওটিটির দ্বিতীয় সিজন জেতার পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে এলভিশ যাদবের নাম। গত বছর নভেম্বর মাসে তাঁর বিরুদ্ধে সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ ওঠে; যদিও একাধিকবার সেই অভিযোগ অস্বীকার করেছিলেন এলভিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভাইরাল ভিডিও থেকেই এলভিশের গ্রেপ্তারের খবর ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, এলভিশসহ ছয়জনকে বন্য প্রাণী সংরক্ষণ আইনের আওতায় আটক করা হয়েছে।
এলভিশদের পার্টি থেকে পাওয়া সাপের বিষের নমুনার ফরেনসিক পরীক্ষা করানো হয়েছিল। তার রিপোর্টে বিষাক্ত সাপের বিষের অস্তিত্ব পাওয়া যায়।
ভারতের হরিয়ানায় জন্ম এলভিশের। ২০১৬ সালে তিনি নিজের ইউটিউব চ্যানেল শুরু করেন। প্রথমে চ্যানেলের নাম ছিল ‘দ্য সোশ্যাল ফ্যাক্টরি’। পরে তা পালটে ‘এলভিশ যাদব’ করেন।