দক্ষিণ ভারতের অভিনেত্রী অরুন্ধতী নায়ার
দক্ষিণ ভারতের অভিনেত্রী অরুন্ধতী নায়ার

গুরুতর আহত দক্ষিণি অভিনেত্রী সংকটাপন্ন, চিকিৎসা ব্যয় মেটাতে পারছে না পরিবার

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী অরুন্ধতী নায়ার। বর্তমানে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু পাশে নেই কেউ। এমনকি হাসপাতালের বিল মেটাতে পারছে না পরিবার। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার না হলে প্রাণ সংশয় আছে অভিনেত্রীর। অরুন্ধতীকে বাঁচাতে সাহায্যের আবেদন করেছে তাঁর পরিবার। তবু এগিয়ে আসছে না চলচ্চিত্র সহকর্মীদের কেউ।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও পিটিআই বলছে, গেল ১৪ মার্চ কেরালায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন অরুন্ধতী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাঁকে। দুই দিন আগেও অরুন্ধতীকে ব্রেন ডেড মনে করছিলেন চিকিৎকেরা। তবে সামান্য সাড়া পাওয়ায় অনেকটা আশাবাদী চিকিৎসকেরা।

অভিনেত্রী অরুন্ধতী নায়ার

অভিনেত্রীর কাছের বন্ধু রেমিয়া জোসেফ বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে হাসপাতালের বিলও দিতে পারছে না পরিবার। প্রয়োজন আর্থিক সহায়তার। দ্রুত সেরে উঠতে আরও কিছু অস্ত্রোপচার প্রয়োজন অভিনেত্রীর। কিন্তু থমকে আছে সবকিছু। অথচ সিনেমার জনপ্রিয় মুখ হওয়া সত্ত্বেও অভিনেত্রীকে সহায়তা করতে আসেনি ইন্ডাস্ট্রির কেউ। নায়িকার পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়। এমন তো নয় যে আমরা কোটি টাকা কামাই করি।’

অভিনেত্রী অরুন্ধতী নায়ার

অরুন্ধতীর বোন আরথিও জানান, ‘সবাই মিলে যখন সাহায্যের জন্য ক্যাম্পেইন শুরু করেছিলাম, হাসিঠাট্টা শুরু করে মানুষ। অনেকেই মনে করেছেন ফাঁদ। এসব কিছুও সহ্য করতে হচ্ছে এই বিপদের সময়। চিকিৎসকেরা এখন ব্রেন সার্জারির প্রস্তুতি নিচ্ছেন, যা ব্যয়বহুল।’

এ পর্যন্ত পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। ২০১৪ সালে জনপ্রিয় তামিল সিনেমা ‘পোঙ্গি এজহু মনোহরা’ দিয়ে অভিনয়ে পা রাখেন অরুন্ধতী। এরপর বিজয় অ্যান্টোনির ‘শয়তান’ সিনেমা দিয়ে হইচই ফেলে দেন তিনি। প্রশংসিত হয় তাঁর অভিনয়। শেষবার ‘আইয়িরাম পোরকাসুখুল’ সিনেমাতেও দেখা গেছে অরুন্ধতীকে।