অশোক কুমার অভিনীত ‘কিসমত’ বলিউডের প্রথম ব্লকব্লাস্টার ছবি। ১৯৪৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রথম ভারতীয় সিনেমা, যা বক্স অফিসে কোটি রুপি আয় করেছিল। বোম্বে টকিজের প্রযোজনায় বাঙালি পরিচালক জ্ঞান মুখোপাধ্যায়ের এ ছবির পর ভারতীয় চলচ্চিত্র–দুনিয়ায় বলিউডের জয়রথ দুর্বার গতিতে চলছে ৭০ বছরের বেশি সময়। বলিউড তারকাদের প্রতি আগ্রহ বাংলাদেশসহ দুনিয়ার বিভিন্ন প্রান্তের দর্শকের। আজ দেখি বলিউড তারকাদের পুরোনো কিছু দুর্লভ ছবি।