বলিউড তারকাদের ১৫টি দুর্লভ ছবি

অশোক কুমার অভিনীত ‘কিসমত’ বলিউডের প্রথম ব্লকব্লাস্টার ছবি। ১৯৪৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রথম ভারতীয় সিনেমা, যা বক্স অফিসে কোটি রুপি আয় করেছিল। বোম্বে টকিজের প্রযোজনায় বাঙালি পরিচালক জ্ঞান মুখোপাধ্যায়ের এ ছবির পর ভারতীয় চলচ্চিত্র–দুনিয়ায় বলিউডের জয়রথ দুর্বার গতিতে চলছে ৭০ বছরের বেশি সময়। বলিউড তারকাদের প্রতি আগ্রহ বাংলাদেশসহ দুনিয়ার বিভিন্ন প্রান্তের দর্শকের। আজ দেখি বলিউড তারকাদের পুরোনো কিছু দুর্লভ ছবি।
বাবা মনসুর আলী খান পতৌদির কোলে শিশু সাইফ আলী খান। পাশে মা শর্মিলা ঠাকুর। ছবি: ফেসবুক
বাবা মনসুর আলী খান পতৌদির কোলে শিশু সাইফ আলী খান। পাশে মা শর্মিলা ঠাকুর। ছবি: ফেসবুক
অজয় দেবগন ও অক্ষয় কুমারের খুনসুটি। ছবি: ফেসবুক
ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে অভিনয়শিল্পী রাজ কাপুর, দিলীপ কুমার, ধর্মেন্দ্র, বিনোদ খান্না, ফিরোজ খান, শর্মিলা ঠাকুর, সায়রা বানু ও সংগীতশিল্পী আশা ভোসলে, লতা মঙ্গেশকরসহ অনেকে। ছবি: ফেসবুক
প্রয়াত অভিনেতা রাজেশ খান্না ও তাঁর স্ত্রী অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। ছবি: ফেসবুক
প্রথম স্ত্রী গীতাঞ্জলির সঙ্গে প্রয়াত বলিউড অভিনেতা বিনোদ খান্না। ছবি: ফেসবুক
একটি দাতব্য ক্রিকেট ম্যাচের জন্য ব্যাট হাতে মাঠে নেমেছিলেন অমিতাভ বচ্চন। ছবি: ফেসবুক
রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার বিয়ের ছবি। ছবি: ফেসবুক
রাজেশ খান্না ও অমিতাভ বচ্চন। ছবি: ফেসবুক
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর সঙ্গে বলিউডের তিন কিংবদন্তি দিলীপ কুমার, দেব আনন্দ ও রাজ কাপুর। ছবি: ফেসবুক
ভারতের প্রখ্যাত দুই সংগীতশিল্পী মোহাম্মদ রফি ও কিশোর কুমার। তাঁরা দুজনই প্রয়াত। ছবি: ফেসবুক
রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার সঙ্গে তাঁদের বড় মেয়ে টুইংকেল খান্না। ছবি: ফেসবুক
হারমোনিয়াম বাজিয়ে গান তুলছেন রাহুল দেব বর্মন। তাঁর সামনে গানের খাতা হাতে বসে আছেন মোহাম্মদ রফি। আর মেঝেতে শোয়া কালো চশমা পরা লোকটিকে কি চেনা যায়? তিনি অভিনেতা দেব আনন্দ। ছবি: ফেসবুক
মিঠুন চক্রবর্তী ও মন্দাকিনী। একসঙ্গে অনেক ছবিতে জুটি হয়েছেন তাঁরা। ছবি: ফেসবুক
‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’-এ পুরস্কার হাতে অভিনয়শিল্পী শাবানা আজমি ও অমিতাভ বচ্চন। ছবি: ফেসবুক
বিনোদ খান্না, অমিতাভ বচ্চন ও শত্রুঘ্ন সিনহা। ছবি: ফেসবুক