হামলার শিকার সংগীতশিল্পী সনু নিগম

সনু নিগম
সনু নিগম

মুম্বাইয়ের চেম্বুর জিমখানায় এক কনসার্টে ভারতীয় সংগীতশিল্পী সনু নিগম হামলা ও গালিগালাজের শিকার হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় কনসার্টে স্থানীয় এক রাজনীতিবিদের ছেলে সনু নিগমের সঙ্গে জোর করে সেলফি তুলতে গেলে ধাক্কাধাক্কিতে এ ধরনের ঘটনা ঘটে। হাতাহাতির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।

এ হামলার পরে সনু নিগম গণমাধ্যমে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন, যাতে পরবর্তী সময়ে লোকজন জোর করে সেলফি তোলা এবং হাতাহাতির করার আগে চিন্তা করে।

সনু নিগম

টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, কনসার্টে সনু নিগমের গান গাওয়ার সময় স্থানীয় শিবসেনা এমএলএর ছেলে সনু নিগমের ম্যানেজার সায়রার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে সনু মঞ্চ থেকে নামার সময় তাঁর সঙ্গে সেলফি তুলতে গিয়ে ধাক্কাও মারেন বিধায়কের ছেলে। এ সময় সনুকে বাঁচাতে এগিয়ে আসা দেহরক্ষী এবং গায়কের বন্ধু রাব্বানি খানকেও ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন সেই বিধায়কের ছেলে।

রাব্বানি খান সনু নিগমের গুরু ওস্তাদ গোলাম মোস্তাফা খানের ছেলে। এ ঘটনায় সনু নিগম তেমন ব্যথা না পেলেও তাঁকে বাঁচাতে গিয়ে দুজন আহত হয়েছেন। চার দিনের মিউজিক্যাল ফেস্টিভ্যালের শেষ রাতে পারফর্ম করার জন্য সনু নিগমকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিধায়কের ছেলের ওপর অভিযোগ এনে সনু নিগম এক বিবৃতিতে জানান, ‘শো শেষে আমি আমার সহকর্মী হরি প্রকাশ, রাব্বানি খান, সায়রা মাকানি যখন স্টেজ থেকে নামছি, এমন সময় হঠাৎ পেছন থেকে একটি ছেলে এসে আমাকে ধরে ফেলে। তারপর হরি প্রকাশ সেই ছেলেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে, ছেলেটি হরি প্রকাশকে ধাক্কা দেয়। ছেলেটি আমাকেও ধাক্কা দেয়। আমিও সিঁড়িতে পড়ে যাই। আমার চুল ধরে টানে। ধাক্কা এতটাই জোরে ছিল যে আমার ম্যানেজার মাটিতে লুটিয়ে পড়ে। মরেই যেতে পারত।’