ভারতের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। সাবলীল অভিনয় ও সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে যাচ্ছেন দর্শক-শ্রোতাদের। পৈতৃক নিবাস ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরু হলেও পূজা হেগড়ের জন্ম মুম্বাইতে। ১৯৯০ সালের ১৩ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। তিনি মাতৃভাষা ছাড়াও বিভিন্ন ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক এই অভিনেত্রী সম্পর্কে আরও কিছু তথ্য।