অনন্যা পান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অনন্যা পান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

স্কুলজীবন থেকে ট্রলিংয়ের শিকার অনন্যা

বারবার ট্রলিংয়ের মুখে পড়তে হয় বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে। ‘নেপোটিজম’-কে ঘিরে আরও বেশি সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন যে স্কুলজীবন থেকে ট্রলিংয়ের শিকার হয়ে আসছেন। এ আয়োজনে অনন্যা স্কুলজীবনের ভয়ংকর অভিজ্ঞতার কথা মেলে ধরেছেন।
বরখা দত্তের ‘উই দ্য উইমেন’ শোতে অতিথি হয়ে এসেছিলেন অনন্যা পান্ডে। বরখা এই অনুষ্ঠানে অনন্যাকে জিজ্ঞাসা করেন যে ট্রলিংয়ে তাঁর সবচেয়ে খারাপ অভিজ্ঞতার কথা। এর জবাবে এই বলিউড অভিনেত্রী জানান, ‘আমি শুধু একটা ঘটনাকে বেছে নিতে পারি না। কারণ, আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে। ক্যারিয়ারের শুরুতে কেউ আমার ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়েছিল। আর সেখানে সে লিখেছিল যে আমার সঙ্গে ও স্কুলে পড়ত। আমার পড়াশোনা নিয়ে সে মিথ্যা কথা বলত। প্রথমে আমার মনে হয়েছিল যে কেউ এটাতে বিশ্বাস করবে না। কিন্তু মানুষ এটাতে বিশ্বাস করত। কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় না থাকার কথা মনে হতো।’

মঞ্চে অনন্যা পান্ডে

ট্রলিংয়ের ঘটনার কথা মনে করতে গিয়ে অনন্যা স্কুলজীবনকে স্মরণ করেন। এই বলিউড–কন্যা জানান, ‘স্কুলজীবনে আমাকে ‘ফ্ল্যাট চেস্ট’, ‘চিকন লেগ’, আর ‘হেয়ারি’ বলে ট্রল করা হতো। কিন্তু মানুষ তখন সোশ্যাল মিডিয়ায় এতটা সক্রিয় ছিলেন না। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছোট ছোট ঘটনাকে সারা দুনিয়ায় ছড়িয়ে ফেলা যায়। আর এটা সত্যি ভয়ের বিষয়।’ অনন্যা এ প্রসঙ্গে আরও বলেছেন, ‘আমি আগে থেরাপি নিয়েছিলাম। ক্যারিয়ারের শুরুতে আমাকে থেরাপি নিতে হয়েছিল। ওই সময় আমি খুব হীনম্মন্যতায় ভুগতাম। ছবির সেটে যেতে ইচ্ছা করত না। আমি আমার আবেগকে তখন নিয়ন্ত্রণ করতে পারতাম না।’

কিছুদিন আগে অনন্যার মা ও অভিনেতা চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে ট্রলিংকে ঘিরে প্রভাবিত হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি এক বছরের বেশি সময় ধরে থেরাপি নিয়েছিলাম। আমাকে এখনো মাঝেমধ্যে থেরাপি নিতে হয়, বিশেষ করে আমি যখন নিজেকে সামলাতে পারি না। ওর (অনন্যা) ট্রলিং ওর চেয়েও বেশি আমাকে প্রভাবিত করে। আমি আগে অত্যন্ত সংবেদনশীল ছিলাম। তবে এখন আমি মানসিকভাবে অনেক বেশি শক্ত। অনেক সময় মন খারাপ হলে চাঙ্কির সঙ্গে কথা বলি, ও আমার প্রিয় বন্ধু।’

অনন্যা পান্ডে। এএনআই

অনন্যাকে শেষ দেখা গেছে অ্যামাজন প্রাইমের সিরিজ ‘কল মি বে’-তে। এখন এই সিরিজের দ্বিতীয় সিজনের শুটিংয়ে ব্যস্ত তিনি।