‘কাঙ্গুয়া’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
‘কাঙ্গুয়া’  সিনেমার দৃশ্য। আইএমডিবি

বাংলাদেশে মুক্তি পায়নি, তবু দক্ষিণি ছবিটি নিয়ে আগ্রহ দেশি দর্শকের

পর্বতের মূসিক প্রসব বোধ হয় একেই বলে। তামিল সিনেমা ‘কাঙ্গুয়া’ নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু মুক্তির পর বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে দক্ষিণি সিনেমাটি। তবে বক্স অফিসে ফল যা–ই হোক, বাংলাদেশি দর্শকের আগ্রহ আছে সিনেমাটি নিয়ে। গুগল ট্রেন্ডিং সে কথাই বলছে। গত কয়েক দিনে ছবিটি কত আয় করেছে, তা নিয়ে গুগল করেছেন দেশি দর্শকেরা।

শিবা পরিচালিত ফ্যান্টাসি অ্যাকশনধর্মী এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সুরিয়া। ছবিতে ‘কাঙ্গুয়া’ ও ‘ফ্রান্সিস থিওডোর’ নামে দুই চরিত্রে দেখা গেছে তাঁকে। ছবির প্রধান খল চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। এ ছাড়া আছেন দিশা পাটানি।

‘কাঙ্গুয়া’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি নিয়ে ব্যাপক প্রচার চালিয়েছেন প্রযোজকেরা। অনেকে অনুমান করেছিলেন, মুক্তির প্রথম তিন দিনেই হয়তো বিনিয়োগ তুলে আনতে পারবে ছবিটি। কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে। ১৪ নভেম্বর মুক্তির পর থেকে ৭ দিনে ছবিটি ৬২ কোটি রুপির কিছু বেশি আয় করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম পিংকভিলা।

ছবিটি নিয়ে দেশি দর্শকের আগ্রহের কারণ হতে পারে সুরিয়ার উপস্থিতি। গত কয়েক বছরে নানা ধরনের সিনেমায় বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে দক্ষিণি এই তারকাকে।

‘কাঙ্গুয়া’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

এর মধ্যে আছে ‘সুরারাই পতরু’, ‘জয় ভীম’-এর মতো সিনেমা। ‘বিক্রম’ সিনেমায় অতিথি চরিত্র রোলেক্স দিয়েও চমকে দিয়েছেন তিনি।

এ ছাড়া তাঁর প্রযোজিত ‘মেঅরগান’ও চলতি বছর মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

এ ছাড়া ‘কাঙ্গুয়া’ ছবির ট্রেলার ও গান নিয়েও অন্তর্জালে চর্চা হয়েছে। এটিও হয়তো ছবিটি নিয়ে দেশি দর্শকের আগ্রহের কারণ।