রাইমা সেন। ইনস্টাগ্রাম থেকে
রাইমা সেন। ইনস্টাগ্রাম থেকে

এমন কিছুর খোঁজে ছিলেন রাইমা

দীর্ঘদিন পর হিন্দি ছবিতে দেখা যাবে বাঙালি অভিনেত্রী রাইমা সেনকে। নিজের এই প্রত্যাবর্তন নিয়ে দারুণ খুশি তিনি। এত দিন অন্য কিছুর সন্ধানে ছিলেন এই অভিনেত্রী। আগে বেশ কিছু বলিউড ছবিতে দেখা গিয়েছিল রাইমা সেনকে। তবে দীর্ঘদিন তিনি হিন্দি সিনেমায় নেই। অনেকে তাই বলছেন, ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’ দিয়ে বলিউডে তাঁর প্রত্যাবর্তন হচ্ছে।

তবে ‘প্রত্যাবর্তন’, ‘নতুন শুরু’—এই শব্দবন্ধগুলো মানতে নারাজ রাইমা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটা বলিউডে আমার কামব্যাক প্রজেক্ট বলা যায় না। বলা যায়, হিন্দি ছবিতে দীর্ঘদিন পর অভিনয় করছি। কারণ, গত বছরই নেটফ্লিক্সে আমার অভিনীত সিরিজ মাই মুক্তি পেয়েছিল। নিতিয়া মেহেরার একটি সিরিজে কাজ করছি, যা সম্ভবত চলতি বছরই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।’

সাক্ষাৎকারে রাইমা আরও বলেছেন ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’কে ঘিরে তাঁর রোমাঞ্চের কথা, ‘এটা এমন এক ছবি, হ্যাঁ বলা ছাড়া উপায় ছিল না। সিনেমাটির কাজ যখন সত্যি সত্যি শুরু হলো, আমি খুব খুশি হয়েছিলাম।’ এত দিন হিন্দি ছবি থেকে দূরে থাকার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি বাংলা ছবিতে কাজ করছিলাম। হিন্দিতে অন্য কিছুর সন্ধানে ছিলাম। তখনই “দ্য ভ্যাক্সিন ওয়ার”-এ সুযোগ পাই।’

ছবিটি পরিচালনা করছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। সিনেমাটির মূল দুই চরিত্রে আছেন নানা পাটেকর ও পল্লবী যোশী।

রাইমা সেন। ইনস্টাগ্রাম থেকে

বিবেক প্রসঙ্গে রাইমা বলেন, ‘তিনি অত্যন্ত ঠান্ডা মাথার পরিচালক। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। এই ছবিতে নানা পাটেকর ও পল্লবী যোশীর মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’

কয়েক বছর ধরে হিন্দি সিনেমায় অন্যতম চর্চিত বিষয় ‘স্বজনপ্রীতি’। সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের কন্যা রাইমাকেও এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়। উত্তরে অভিনেত্রী জানান, তারকা-সন্তান হওয়া সত্ত্বেও তিনি অতিরিক্ত সুবিধা পাননি। রাইমার কথায়, অনেক প্রত্যাখ্যানের পর এ জায়গায় পৌঁছেছেন তিনি।

রাইমা সেন। ইনস্টাগ্রাম থেকে

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আপনি কার ছেলে বা মেয়ে, সেটা কোনো বিষয় নয়। আপনার মধ্যে যদি প্রতিভা থাকে, তাহলে টিকে থাকবেন। কারও ছেলে বা মেয়ে হলেই যে আপনি তারকা হবেন, তার কোনো মানে নেই।’