অনন্ত ও রাধিকা। রয়টার্স
অনন্ত ও রাধিকা। রয়টার্স

হানিমুনে কোথায় গেলেন অনন্ত-রাধিকা

এ যেন রূপকথা! রূপকথাকেও হার মানিয়েছিল ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। কয়েক দফায় প্রি-ওয়েডিং উৎসবের পর শেষ পর্যন্ত গত ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়েন অনন্ত-রাধিকা। প্রাক্‌-বিবাহের আসর ও মূল বিয়ের আনুষ্ঠানিকতার পর এবার মধুচন্দ্রিমায় গেলেন এই যুগল। বর্তমানে পানামায় একান্ত সময় কাটাচ্ছেন আম্বানি পরিবারের ছোট ছেলে ও বউমা। সেখান থেকে তাঁদের হানিমুনের মিষ্টি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পানামার একটি দোকান থেকে ঠান্ডা দই খেতে দেখা গেছে তাঁদের।

অনন্ত ও রাধিকা

দইয়ের বিখ্যাত দোকান পিঙ্কবেরি পানামার কর্মীদের সঙ্গে ছবিও তুলেছেন দুজনে। ছবিতে একটি স্ট্রাইপড টপ ও জিনস পরতে দেখা গেছে রাধিকাকে। আর অনন্তর পরনে ট্রপিক্যাল প্রিন্ট শার্ট। এ ধরনের শার্ট প্রায়ই পরতে দেখা যায় অনন্তকে। বলা চলে, এটি এখন তাঁর সিগনেচার লুক। তাঁদের ছবিটি পিঙ্কবেরি পানামার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ক্যাপশন দেওয়া হয়েছে, ‘অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট এখানে আসায় আমরা সত্যি খুব খুশি। আমাদের বেছে নেওয়ার জন্য তাঁদের অনেক ধন্যবাদ জানাই। পানামায় স্বাগত!’

মুম্বাইয়ে বিয়ের অনুষ্ঠানের পর অনন্ত-রাধিকা প্রথমে চলে যান জামনগরে। সেখানে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয় নবদম্পতিকে। এরপর বিবাহ-পরবর্তী অনুষ্ঠানের আসর বসে লন্ডনে। তাঁদের দেখা গেছে প্যারিস অলিম্পিকের মাঠেও। সেখানে ফোর সিজন হোটেল জর্জ ভি-তে ছিল আম্বানি পরিবার। এটাই ইউরোপের একমাত্র ছয়তারা হোটেল। প্যারিসের পর নবদম্পতি সময় কাটাতে চলে যান কোস্টারিকাতে। জানা গেছে, সেখানে রিসোর্ট কাসা লাস ওলাসে অবস্থান করেন তাঁরা। পরবর্তী সময়ে প্রতিবেশী মধ্য আমেরিকার দেশ পানামাতে হানিমুনে চলে যান অনন্ত-রাধিকা।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট

অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে। ছোটবেলার বন্ধু রাধিকাকে সারা জীবনের পথচলার সঙ্গী করে নিয়েছেন। ১২ জুলাইয়ের সেই জাঁকজমকপূর্ণ বিয়েতে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত সব ধনী ব্যক্তি। হলিউড-বলিউডের জনপ্রিয় নায়ক-নায়িকা থেকে শুরু করে শোবিজ তারকারা। বাদ পড়েননি ক্রীড়া ও সংগীতাঙ্গনের পরিচিত ব্যক্তিরাও। পাশাপাশি আমন্ত্রিত ছিলেন বিশ্বের বিশিষ্ট সব ব্যবসায়ী এবং দেশের সব রাজ্যের রাজনীতিবিদেরা।