প্রায় ১৫ বছরের ক্যারিয়ার। শুরু থেকেই তাঁর অভিনয়ের সুনাম, তবে প্রতিভা অনুযায়ী স্বীকৃতি পাচ্ছিলেন না তিনি। দৃশ্যপট বদলে গেল ওটিটি আসার পর। ওয়েব সিরিজের কল্যাণে রসিকা দুগাল এখন নেট–দুনিয়ায় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা। আজ ১৭ জানুয়ারি অভিনেত্রীর জন্মদিন। আজ ৩৭ বছরে পা দিচ্ছেন তিনি। রসিকার জন্মদিন উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক রসিকা সম্পর্কে ১২টি তথ্য।
১৯৮৬ সালের ১৭ জানুয়ারি বিহারের (বর্তমানে ঝাড়খন্ড) জামশেদপুরে জন্ম রসিকার. ক্যারিয়ারের শুরুর দিকে একেবারেই ছোট সব চরিত্রে অভিনয় করেছেন। শুরুটা হয় ২০০৭ সালে ‘আনোয়ার’ দিয়ে। এরপর ‘নো স্মোকিং’, ‘হাইজ্যাক’ ইত্যাদি সিনেমায় ছোটখাটো বিভিন্ন চরিত্রে অভিনয় করেনছোট ছোট চরিত্র দিয়েই নজর কাড়ার চেষ্টার করেন রসিকা। সঙ্গে করতে থাকেন টিভি সিরিয়ালও। বড় কাজের সুযোগ মিলছিল না, তবে হাল ছাড়েননিহিন্দি সিনেমায় অভিষেকের প্রায় আট বছর পর সাফল্য ধরা দেয়। ২০১৫ সালে মুক্তি পাওয়া ইন্দো-জার্মান ছবি ‘কিস্সা’য় অভিনয় করে প্রশংসিত হনসমালোচকদের প্রশংসা পেলেও তখনো সেভাবে জনপ্রিয়তা পাননি রসিকা। ২০১৮ সালে এসে নেটফ্লিক্সের অ্যানথোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ’-এ জোয়া আখতারের সিনেমায় সুযোগ পান। পরে করেন নন্দিতা দাসের ‘মান্টো’। সিনেমাটির জন্য প্রথমবারের মতো স্ক্রিন অ্যাওয়ার্ডসে মনোনয়ন পানদক্ষিণ ভারতের সিনেমাও করেছেন রসিকা। ২০১৬ সালে করেন ব্যাপক প্রশংসিত মালয়ালম ছবি ‘কামাত্তি পাদাম’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেন দুলকার সালমানতবে ওটিটি রসিকার ক্যারিয়ার বদলে দেয়। ২০১৮ সালে করেন অ্যামাজন প্রাইমের ‘মির্জাপুর’, একই প্ল্যাটফর্মে জোয়া আখতারের ‘মেড ইন হ্যাভেন’ করেন। হটস্টারে প্রচারিত হয় তাঁর সিরিজ ‘আউট অব লাভ’তবে রসিকা দুগাল সবচেয়ে প্রশংসা পান নেটফ্লিক্সের সিরিজ ‘দিল্লি ক্রাইম’-এ পুলিশ সদস্যের চরিত্রে অভিনয় করে। এই সিরিজে অভিনয়ের জন্য ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর (ড্রামা সিরিজ) পুরস্কার পানএ ছাড়া ওয়েব সিরিজ ‘আ সুইটেবল বয়’, ‘ওকে কম্পিউটার’, সিনেমা ‘লুটকেস’-এ তাঁর অভিনয় প্রশংসা পায়চলতি বছর আগের সব সাফল্য ছাপিয়ে যেতে পারেন রসিকা দুগাল। ২০২৩ সালে ছয়টি সিরিজ ও সিনেমায় দেখা যাবে তাঁকে। ছয়টি কনটেন্টে ছয়টি ভিন্ন ধরনের চরিত্রে হাজির হবেন রসিকা। অভিনেত্রী মনে করছেন, ২০২৩ সাল তাঁর ক্যারিয়ার গ্রাফ পুরোপুরি বদলে দেবে২০২৩ সালে রসিকাকে দেখা যাবে স্পোর্টস ড্রামা ‘স্পাইক’-এ, সিরিজটিতে ভলিবল কোচের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া ব্ল্যাক কমেডি থ্রিলার ‘লর্ড কার্জন কি হাভেলি’, অতিপ্রাকৃত হরর সিরিজ ‘আধুরা’য় স্কুলের কাউন্সেলরের চরিত্রে দেখা যাবে তাঁকে। ২০২৩ সালে রসিকার অন্য কাজগুলোর মধ্যে আছে ‘ফেয়ারি ফোক’, ‘লিটল থামাস’ আর অবশ্যই ‘মির্জাপুর ৩’চলতি বছরে নিজের ছয়টি কাজ সম্পর্কে রসিকা বলেন, ‘গত বছর আমি বিভিন্ন জনরার কাজ করেছি, যেগুলো চলতি বছর মুক্তি পাবে। আমি খুবই রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি, দর্শকেরা কাজগুলো কীভাবে নেয়।’