ছবিতে সারার এই সব দিন–রাত্রি

তারকা মা–বাবার কন্যা। তবে সারা আলী খান নিজ নামেই পরিচিত। বলিউডে তাঁর আলাদা অবস্থান। কাজের পাশাপাশি ঘুরে বেড়াতে ভালোবাসেন। কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে। কখনো রেস্তোরাঁয়, কখনো সুইমিংপুলে বা সমুদ্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সচল থাকেন নানা সময়ের ছবি শেয়ার করে। চলুন দেখি সারা আলী খানে সাম্প্রতিক সময়ে শেয়ার করা ছবিগুলো।

১৯৯৫ সালের ১২ আগস্ট জন্ম অভিনেত্রী সারা আলী খানের।
১৯৯৫ সালের ১২ আগস্ট জন্ম অভিনেত্রী সারা আলী খানের।
পতৌদির নবাব পরিবারে তাঁর জন্ম।
তাঁর বাবা অভিনেতা সাইফ আলী খান ও মা অভিনেত্রী অমৃতা সিং।
২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’ মুক্তি পায়।
প্রথম ছবিতে ‘বেস্ট ফিমেল ডেবিউ বিভাগে ফিল্মফেয়ার’ পুরস্কার পান তিনি।
২০১৯-এ ফোর্বস ইন্ডিয়ার তালিকায় সেরা ১০০-র মধ্যে স্থান পান সারা।
মায়ের সঙ্গে সারা আলী খান।
আজ তাঁর জন্মদিন। একেবারে ঘরোয়াভাবে জন্মদিন পালন করছেন সারা আলী খান।
এবার ২৭-এ পড়লেন সারা।
সর্বশেষ গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় সারার ‘আতরঙ্গি রে’ ছবিটি। তবে আনন্দ এল রাইয়ের ছবিটি সরাসরি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে।
বড় পর্দায় মুক্তি পাওয়া সারার সর্বশেষ ছবি ‘লাভ আজ কাল’, যা ২০২০ সালের ভালোবাসা দিবসে দেখেছিল দর্শক। সব মিলিয়ে দুই বছরের বেশি সময় বড় পর্দায় নেই তিনি।
চলতি বছরের আট মাসের মধ্যে তৃতীয় ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন সারা।
বলিউড অভিষেকের পর অভিনয় দিয়ে খুব বেশি সাড়া জাগাতে পারেননি সারা। অভিনেত্রী নিজেও সেটা ভালোই জানেন। তাই বেশি কাজের চেয়ে তিনি প্রাধান্য দিচ্ছেন মানসম্পন্ন কাজ।
ব্যক্তিগত জীবনে সারা আলী খান এবং জাহ্নবী কাপুর দুজন ঘনিষ্ঠ বন্ধু। জিম, পার্টি থেকে যেকোনো অনুষ্ঠানে তাঁদের প্রায়ই একসঙ্গে দেখা যায়।
একই বছর বলিউডে অভিষেক হয় জাহ্নবী ও সারার
এখন পর্যন্ত রোমান্টিক চরিত্রেই বেশি দেখা গেছে বলিউড অভিনেত্রী সারা আলী খানকে।
ভবিষ্যতে নিজেকে আরও নানা ধরনের চরিত্রে আবিষ্কার করতে চান তিনি। এ মুহূর্তে দুটি স্বপ্নের চরিত্রের অপেক্ষায় আছেন সারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকাকন্যা নিজের স্বপ্নের চরিত্র নিয়ে মুখ খুলেছেন। এ প্রসঙ্গে সারা বলেন, ‘আমি সঞ্জয় লীলা বানসালির ছবিতে এক রানির চরিত্রে অভিনয় করতে চাই। পাশাপাশি আরও একটা স্বপ্ন আছে, জোয়া আখতারের ছবিতে আধুনিক মেয়ের চরিত্রে সুযোগ পেলে মন্দ হয় না।’
সারা সম্প্রতি লক্ষ্মণ উতেকরের ছবির কাজ শেষ করেছেন। এই ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। ছবিতে প্রথম ভিকি কৌশল আর সারাকে জুটি হিসেবে দেখা যাবে।
বাবা সাইফ আলী খানের সঙ্গে সারা আলী খান