সত্যজিতের হাত ধরে যাত্রা; এক হাতে সামলিয়েছেন সংসার, অভিনয় ও রাজনীতি
হিন্দি ও বাংলা ছবির দুনিয়ার তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর অনবদ্য অভিনয়প্রতিভা বারবার হৃদয় ছুঁয়ে যায় দর্শকের। ক্যারিয়ারের মধ্যগগণে থাকাকালেই ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। অভিনয়, রাজনীতি, সংসার—সবকিছুই এক হাতে সামলিয়েছেন এ নারী। আজ তাঁর জন্মদিন। এই দিনে চলুন দেখে নেওয়া যাক তাঁর দুর্লভ কিছু ছবি, জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য, যা হয়তো আপনার জানা নেই।