২৭ জুন ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কল্কি’
২৭ জুন ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কল্কি’

‘কল্কি’ এবার দেখা যাবে ঘরে বসেই

চলতি বছরের সবচেয়ে আলোচিত ভারতীয় সিনেমাগুলোর মধ্যে এটি একটি। নাগ অশ্বিন পরিচালিত এই সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটি গত ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। এবার সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে। খবর বলিউড হাঙ্গামা

তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় ও হিন্দিতে মুক্তি পেয়েছিল এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাটি।

‘কল্কি’তে প্রভাস

এবার জানা গেল, ছবিটির ওটিটি মুক্তির দিনক্ষণ। ছবিটি ২২ আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

প্ল্যাটফর্মটি এক ইনস্টাগ্রাম পোস্টে খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, ২০৪টি দেশ থেকে সিনেমাটি দেখা যাবে।

কেবল অ্যামাজন নয়, ছবিটি একই দিন থেকে দেখা যাবে নেটফ্লিক্সেও। এই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটির হিন্দি সংস্করণ।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান, অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন প্রমুখ। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে কেবল তেলেগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে ছবিটি ২৪ কোটি রুপি আয় করেছে। এটিই চলতি বছরের প্রথম সিনেমা, যা ৫০০ কোটি আয়ের মাইলফলক স্পর্শ করে।