চলতি মাসের শুরুতে ছিল আয়োজনটা। ৪ এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কনসার্টে ভক্ত-শ্রোতাদের মাতিয়ে রাখেন অরিজিৎ। তবে এ কনসার্টের আগে নেট দুনিয়ায় ভাইরাল হয় একটি ছবি, যেখানে দেখা যায় কনসার্টে অংশ নিতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে লোকাল ট্রেনে চেপে বসেছেন অরিজিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ছবি ভাইরাল হয়।
এবার অরিজিৎ সিং আবার ভাইরাল হলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এক কনসার্টের অংশবিশেষ ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, একজন শিল্পীর গান গাওয়ার আগে তিনি বিনয়ের সঙ্গে ওই শিল্পীর কাছে ক্ষমা চান। তাঁর মতে তিনি ওই শিল্পীর গান গাওয়ার যোগ্য নন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতে একের পর এক সাড়া জাগানো সফল কনসার্টে গান শুনিয়েছেন অরিজিৎ সিং। কনসার্টে তিনি নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের জনপ্রিয় গানও শুনিয়ে থাকেন। কলকাতায় ফসিলস থেকে চন্দ্রবিন্দু সমস্ত ব্যান্ডকে তিনি গানে গানে ট্রিবিউট জানিয়েছিলেন। প্রায় মঞ্চে প্রতিষ্ঠিত শিল্পীদের গান গাইতেও দেখা যায় তাঁকে। সম্প্রতি এক কনসার্টে অন্য শিল্পীর গান গাওয়ার আগেই ক্ষমা চাইলেন তিনি। কিন্তু কেন?
বলিউড গায়ক সোনু নিগমের গান গাওয়ার আগেই দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিলেন। মঞ্চে জনপ্রিয় গান ‘সাথিয়া’ গাওয়ার আগে বললেন, ‘ক্ষমা করে দেবেন আমাকে। এবার গাইছি সোনু নিগমের গান। আমার গাওয়ার এতটা যোগ্যতা নেই।’
তবে নিপুণভাবে গানটি শুনিয়েছেন মঞ্চে। তাই তো দর্শকেরা তাঁর গান ধরার সঙ্গে সঙ্গে পূর্ণ সমর্থন জানান। এই ভিডিও দেখে আপ্লুত হন সোনু নিগম। তিনিও অরিজিৎকে শুভেচ্ছা জানিয়ে বললেন, ‘এটা তোমার বড় মনের পরিচয়! তুমি খুব ভালো মানুষ।’ দুই গায়ককেই শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা।