যে তারা জ্বলতে পারছে না

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির নায়িকা তারা সুতারিয়া। অভিনয় করেছেন ‘মারজাওয়া’ ছবিতেও। অবশ্য হিন্দি সিনেমার ক্যারিয়ারে মনে রাখার মতো তেমন কিছু করতে পারেননি তারা সুতারিয়া। ছবিতে, গানে গ্ল্যামারাস উপস্থিতির জন্য যেমন আলোচিত হয়েছেন, তেমনই আবার অনেক ছবি পছন্দ করার জন্য সমালোচিতও হয়েছেন। রোববার ছিল এই অভিনেত্রীর জন্মদিন।

হিন্দি সিনেমার ক্যারিয়ারে মনে রাখার মতো তেমন কিছু করতে পারেননি তারা সুতারিয়া
ছবি : ইনস্টাগ্রাম
ছবিতে, গানে গ্ল্যামারাস উপস্থিতির জন্য যেমন আলোচিত হয়েছেন, তেমনই আবার অনেক ছবি পছন্দ করার জন্য সমালোচিতও হয়েছেন
হিন্দি সিনেমার দুনিয়ায় তারার পথচলা সহজ ছিল না। বিশেষ করে খারাপ মুহূর্তগুলো সামলানো তাঁর জন্য ছিল বড় এক চ্যালেঞ্জ
তিনি বলেন, ‘আমি খুবই সংবেদশীল, ফলে অনেক কিছুই সহজভাবে নিতে পারি না। যখন কোনো কাজ সেভাবে বাহ্বা পায় না, মন ভেঙে যায়। তবে এসবের সঙ্গে লড়াই করে অনেক কিছু শিখেছি
আগে যেমন চিত্রনাট্য পছন্দের ক্ষেত্রে নিজের মন যা বলত, তা–ই করতোন তারা। কিন্তু এখন সহজাত প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেন
তারা সুতারিয়া
তারা সুতারিয়া
অভিনয়ের পাশাপাশি নাচ আর গানেও পটু তারা
ভারতীয় ধ্রুপদি সংগীত থেকে পাশ্চাত্য সংগীতের প্রতি সমান অনুরাগ তারার। পুরোনো দিনের হিন্দি ছবির গান শুনতেও ভালোবাসেন
‘তাড়াপ’–ছবির প্রচারণায় গিয়ে নিজের অদ্ভুত একটা অভ্যাসের কথা জানালেন তারা। এই অভিনেত্রী স্বীকার করলেন, লুকিয়ে ভক্তদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘুরে বেড়ান তিনি
মাত্র সাত বছর বয়সে প্রথমবার মঞ্চে অভিনয় করেন তিনি
মঞ্চের প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে বলেন, ‘দর্শকের মুখোমুখি অভিনয়, গান; সরাসরি প্রতিক্রিয়া—থিয়েটারের চেয়ে বড় কিছু হয় না। আমি তো সময় পেলেই পৃথ্বী থিয়েটারে চলে যাই, নাটক দেখি। এমন নাটকও আছে, যা আমি ১০-১২ বার দেখেছি
বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি কবির সিং এ প্রথমে পরিচালক তাকিয়েছিলেন তারা সুতারিয়ার দিকে
এখনো এই সিনেমা না করার আক্ষেপে পুড়ছেন তারা সুতারিয়া
তারা সুতারিয়া