‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির নায়িকা তারা সুতারিয়া। অভিনয় করেছেন ‘মারজাওয়া’ ছবিতেও। অবশ্য হিন্দি সিনেমার ক্যারিয়ারে মনে রাখার মতো তেমন কিছু করতে পারেননি তারা সুতারিয়া। ছবিতে, গানে গ্ল্যামারাস উপস্থিতির জন্য যেমন আলোচিত হয়েছেন, তেমনই আবার অনেক ছবি পছন্দ করার জন্য সমালোচিতও হয়েছেন। রোববার ছিল এই অভিনেত্রীর জন্মদিন।