ভারতকে অস্কার এনে দিয়েছে এস এস রাজামৌলীর সিনেমা ‘আরআরআর’–এর গান ‘নাটু নাটু’। গত বছর মুক্তি পাওয়া এই সিনেমা ব্যবসায়িকভাবে সফল এবং ‘নাটু নাটু’ জিতে নিয়েছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার। গোল্ডেন গ্লোব পুরস্কারের পর গতকাল সোমবার অস্কারের ৯৫তম আসরে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নেয় গানটি। কিন্তু এই পুরস্কার জেতার পর অর্থ দিয়ে পুরস্কার কেনার অভিযোগ উঠেছে রাজামৌলীর বিরুদ্ধে। খবর সংবাদ প্রতিদিন
এই অভিযোগ তুলেছেন দক্ষিণী পরিচালক তামারেড্ডি ভরদ্বাজ। তিনি বলেন, ‘৬০০ কোটি দিয়ে বানানো ওই ছবি নাকি অস্কার প্রমোশনের জন্য খরচ করেছে আরও ৮০ কোটি রুপি। এই টাকায় আমাদের ৮ থেকে ১০টি ছবি তৈরি হয়ে যায়। আর ওরা ওই টাকা শুধু প্রচারের জন্য ব্যয় করেছে।’
অন্যদিকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মেকআপ আর্টিস্ট শান মিট্টাথুল একই অভিযোগ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘আমি এত দিন ভাবতাম ভারতেই শুধু পুরস্কার কেনা যায়। কিন্তু এখন দেখছি অস্কারও বিক্রি হয়! টাকা দিয়ে সব হয়।’
‘নাটু নাটু’র অস্কার জয়ের পর ভারতে চলছে আনন্দ উৎসব। তার মধ্যে এমন অভিযোগ উঠলেও অস্কার জয়ের আনন্দে ভাটা পড়েনি। তবে গান নিয়ে চলছে তর্কবিতর্ক। ভারতীয় বাঙালি অভিনয়শিল্পীরাও এই বিতর্কে পিছিয়ে নেই। ‘নাটু নাটু’র অস্কার জয় নিয়ে ভারতীয়দের অধিক আদিখ্যেতা ভালো লাগেনি ভারতীয় বাঙালি অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের কাছে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, ‘নাটু নাটু নিয়ে এত গর্ববোধ কীসের? আমি বুঝি না, “নাটু নাটু” নিয়ে কি সত্যি গর্ববোধ করতেই হবে? আমরা কোথায় যাচ্ছি? সবাই চুপ করে আছেন কেন? আমাদের সংগ্রহশালায় এটাই কি একমাত্র সেরা? ক্ষোভ জাগে।’
তাঁর এই পোস্টে অনেকে বিরোধিতা করলেও অনেকে তাঁর কথার সঙ্গে একমত পোষণ করেছেন। ভারতে অস্কার এলেও অনেকে মনে করছেন, অর্থ দিয়ে কেনা এই পুরস্কারে তেমন খুশি নন কেউই। যে যা–ই বলুক, এখন এসব বিষয় নিয়ে চিন্তা করার সময় নেই ‘আরআরআর’ টিমের। এখন তারা অস্কার জয়ের উদ্যাপনে ব্যস্ত। এসব অভিযোগের পর এ নিয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।