কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুরাগ কাশ্যপ
কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুরাগ কাশ্যপ

আমি সেন্সর বোর্ডে থাকলে সব ছবিকে ছাড়পত্র দিতাম: অনুরাগ কাশ্যপ

কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন বলিউডের চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। গত রোববার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে তাঁর পরিচালিত কেনেডি সিনেমা প্রদর্শিত হয়। এর আগে বিকেলে নন্দনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিনেমার সেন্সর নিয়ে কথা বলেছেন এই নির্মাতা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অনুরাগ বলেছেন, ‘আমি যদি সেন্সর বোর্ডে থাকতাম, তবে আমি সব ছবিকে ছাড়পত্র দিতাম।’

পাশাপাশি ‘কেনেডি’ সিনেমা নিয়েও কথা বলেছেন অনুরাগ। ছবিটি দেখতে ভিড় করেছেন কলকাতার দর্শকেরা। অনুরাগের ভাষ্যে, ‘কান উৎসবে ছবিটি প্রদর্শিত হলেও সেই ভিড়কে হার মানায় বোম্বের চলচ্চিত্র উৎসব। আর বোম্বের ভিড়কেও হার মানায় কলকাতার চলচ্চিত্র উৎসবের ভিড়কে।’

উত্তর প্রদেশের গোরক্ষপুরে জন্ম নেন তিনি। অনুরাগের শৈশব ও পড়াশোনা  সেখানেই। তাঁর দিদির শ্বশুরবাড়ি ছিল কলকাতার নবীনা সিনেমা হলের কাছে। সেই সুবাদে শৈশবের সঙ্গে কলকাতাও যোগ রয়েছে। অনুরাগ বলেন, ‘দিদির বাড়ির অদূরে ছিল প্রখ্যাত অভিনেতা উৎপল দত্তের বাড়ি। আমি ছোটবেলায় উৎপল দত্তের সেই বাড়ির কাছের একটা গাছে আমি খেতে গিয়ে ইট-পাথর ছুড়তাম। সেই সব স্মৃতি আজও জেগে আছে আমার মনে। সেদিন থেকে আমি ভালোবেসে ফেলেছি কলকাতাকে। তাই এখনো আমি আমার প্রিয় কলকাতা শহরে আসি। ভালোবাসার টানে। গোপনে। তারপর ফিরেও যাই। তবে এতটুকু ম্লান হয়নি কলকাতার ভালোবাসার প্রতি। তাই তো সব সময় প্রকাশ্যে না এলেও এখনো গোপনে কলকাতায় আসি। স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে মিলিত হই।’

অনুরাগের উল্লেখযোগ্য ছবির মধ্যে ‘পাঞ্চ’, ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘নো স্মোকিং’, ‘দেব-ডি’, ‘দ্যাট গার্ল ইন ইয়েলো বুট’, ‘গ্যাংস অব ওয়াসেপুর’, ‘আগলি’ ইত্যাদি।