গতকালই ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে জানায় যে একটি দুর্ঘটনার জেরে বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের ওপর চড়াও হন পথচারীরা। অভিযোগ ওঠে যে গত শনিবার মধ্যরাতে রাবিনা ট্যান্ডনের চালক বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে তিনজনকে ধাক্কা দেন।
পরে ক্ষমা চেয়ে বিষয়টা মেটানোর বদলে নাকি অভিনেত্রী তাঁদের ওপর পাল্টা চড়াও হন। তাতেই তাঁরা খেপে যান। ওই ঘটনার সময় অভিনেত্রী মদ্যপ ছিলেন, এমন দাবিও করা হয়। তবে এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানিয়েছে যে অভিনেত্রী আসলে মদ্যপ ছিলেন না। খবর টাইমস অব ইন্ডিয়ার
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার রাজতিলক রোশন জানান, অভিনেত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল, সেটার সত্যতা খুঁজে পাননি তাঁরা।
এমনকি তাঁর গাড়িও কাউকে ধাক্কা দেয়নি। এই পুলিশ কর্মকর্তার ভাষ্য, তাঁর গাড়ি কাউকে ধাক্কা দেয়নি, অভিনেত্রীও মদ্যপ ছিলেন না।
রাজতিলক রোশন আরও জানান, ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁরা কোথাও কাউকে গাড়িচাপা দেওয়ার ঘটনা খুঁজে পাননি। পথচারীরা যখন আপত্তিকর ভাষায় গালি দিচ্ছিলেন, তখন রাবিনা তাঁর গাড়ির চালককে রক্ষা করার চেষ্টা করেছেন।
এর আগে অভিনেত্রী রাবিনার পাশে দাঁড়িয়ে বিবৃতি দেন কঙ্গনা রনৌত। ভাইরাল হওয়া ভিডিওতে পথচারীরা যেভাবে রাবিনার ওপর চড়াও হয়েছিলেন, তার তীব্র নিন্দা জানান তিনি।
ঘটনার পর প্রায় দুই দিন পেরিয়ে গেলেও রাবিনা ট্যান্ডনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।