দক্ষিণি ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিক পান এই ৫ নায়িকা

‘পোন্নিইন সেলভান’-এর পোস্টারে ঐশ্বরিয়া রাই বচ্চন
ফেসবুক

বলিউড নায়িকাদের জন্য ১০ বা ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাওয়া কোনো বড় ঘটনা না হলেও দক্ষিণ ভারতে এটা বড় ঘটনা। পুরুষ অভিনয়শিল্পীরা অনেক পারিশ্রমিক পেলেও দক্ষিণি ছবিতে নায়িকাদের পারিশ্রমিক অনেকটাই কম। তবে সে রেকর্ড ভেঙে দিয়েছেন এক হিন্দি সিনেমার নায়িকা! ভারতীয় গণমাধ্যম ডিএনএ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

মণি রত্নমের ‘পোন্নিইন সেলভান’-এ অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। গত বছর মুক্তি পাওয়া প্রথম কিস্তির মতো চলতি বছর মুক্তি পাওয়া দ্বিতীয়টিও ব্যবসাসফল।

নয়নতারা

ছবিতে অভিনয় করে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি টাকার বেশি) পারিশ্রমিক পেয়েছেন ঐশ্বরিয়া। এটিই তাঁকে দক্ষিণি ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী বানিয়েছে।

এত দিন দক্ষিণ ভারতের সিনেমা সর্বোচ্চ পারিশ্রমিক পেতেন নয়নতারা। তিনি বেশির ভাগ ছবিতেই ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক পেতেন। ছবিভেদে ১০ কোটিও পেয়েছেন। তবে তাঁকেও টপকে গেছেন ঐশ্বরিয়া।

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দক্ষিণি নায়িকাদের তালিকায় এরপর আছেন সামান্থা রুথ প্রভু, পূজা হেগড়ে ও আনুশকা শেঠি।

রাশমিকা

সামান্থা ছবিপ্রতি নেন তিন থেকে আট কোটি, পূজা সাড়ে তিন কোটি থেকে পাঁচ কোটি। অন্যদিকে আনুশকা শেঠি মাঝেমধ্যে ছয় কোটি রুপি পেলেও বেশির ভাগ ছবিতে তিনি নেন তিন কোটি রুপি।

গত ২৮ এপ্রিল মুক্তি পায় ‘পরদিন সেলভান টু’। ছবিটি এ পর্যন্ত বক্স অফিসে ৩২৫ কোটি রুপি ব্যবসা করেছে।

ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়াও আছেন তৃষা কৃষ্ণান, বিক্রম, ঐশ্বরিয়া লক্ষ্মী, কার্থি, জয়রাম রবি।