অর্জুন রামপাল
অর্জুন রামপাল

চতুর্থবার বাবা হলেন অর্জুন রামপাল

বলিউড অভিনেতা অর্জুন রামপাল আবার বাবা হলেন। তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়াডেজ গতকাল বৃহস্পতিবার এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। অর্জুন নিজে এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।
৫০ বছর বয়সী অর্জুন রামপাল এ নিয়ে চতুর্থবারের জন্য বাবা হয়েছেন। অর্জুন ও গ্যাব্রিয়েলার বড় ছেলে আরিকের বয়স এখন চার বছর। অর্জুন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই খুশির খবর জানিয়েছেন। তিনি শিশুদের একটি তোয়ালের ছবি পোস্ট করেছেন। এই তোয়ালের ওপর লেখা আছে, ‘হ্যালো ওয়ার্ল্ড’।

ছবির ক্যাপশনে এই বলিউড তারকা লিখেছেন, ‘আমাদের জীবনে এক পুত্রসন্তান এসেছে। আমরা এবং আমাদের পরিবার নিজেদের অত্যন্ত আশীর্বাদধন্য মনে করি। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। চিকিৎসক ও নার্সদের আমি ধন্যবাদ জানাই। আমরা এখন খুশির জোয়ারে ভাসছি। আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।’

সুপার মডেল মেহের জেসিয়া ও অর্জুনের দুই কন্যাসন্তান আছে—মাহিকা ও মায়রা। ২০১৯ সালে মেহেরের সঙ্গে ডিভোর্সের পর অর্জুনের জীবনে আসেন গ্যাব্রিয়েলা।

অর্জুন রামপাল

এখনো অর্জুন আর গ্যাব্রিয়েলা আইনিভাবে বিয়ে করেননি। অর্জুন জানিয়েছিলেন, প্রেমিকা গ্যাব্রিয়েলা বিয়েতে বিশ্বাসী নন। তিনি সংবাদমাধ্যমকে বিয়ের প্রসঙ্গে বলেছিলেন, ‘আমাদের হৃদয় এক হয়ে গেছে, মানে আমাদের বিয়ে হয়ে গেছে। কাগজের টুকরায় লেখা সম্পর্কে আমরা বিশ্বাসী নই।’
নেট নাগরিকেরা এই বলিউড তারকাকে অভিনন্দন জানাচ্ছেন। বলিউড তারকারাও অর্জুনকে শুভকামনা জানাচ্ছেন।