স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বিগ বস তারকা হিনা খান। বিষয়টি জানার পর থেকেই ভক্তদের সঙ্গে নিজের অনুভূতি-চিকিৎসার কঠিন যাত্রার মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। কেমোর কারণে মাথার চুল ফেলে দিতে হয়েছে অভিনেত্রীকে। ক্যামেরার সামনে বসেই নিজের চুল ছেঁটে ফেলেন তিনি। সেই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিলেন ভক্ত-অনুরাগীরা। ঝরে পড়েছে চোখের পাতার রোমও। চিকিৎসা চলাকালে নিজেকে কাজেও ব্যস্ত রাখছেন অভিনেত্রী।
আজকাল তাঁর চলাফেরায় সমস্যা হলেও সম্প্রতি ‘বিগ বস ১৮’-এর মঞ্চে দেখা গেছে হিনাকে। শত কষ্টের মাঝেও দর্শকের সামনে পুরোনো হিনা হয়েই ধরা দেন তিনি। এবার নতুন একটি ছবিতে লিখেছেন আশার কথা। ছবিতে দেখা গেছে, হাসপাতালের পোশাক পরে বারান্দা দিয়ে হাঁটছেন অভিনেত্রী। এক হাতে ক্যাথেটার, অন্য হাতে লাল তরলের একটি ব্যাগ দেখা গেছে। সেখানে নল লাগানো আছে।
সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে হিনা লিখেছেন, ‘আলোর দিকে হেঁটে যাচ্ছি, ছোট ছোট পায়ে হেঁটে চলেছি আমার আশার দিকে নতুন করে।’ লিখেই সবার কাছে দোয়া চান তিনি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে হিনার নতুন এই পোস্ট। কমেন্টবক্সে তাঁকে সাহস জুগিয়েছেন অঙ্কিতা লোখান্ডে, সুনীল গ্রোভার, আরতি সিংহের মতো তারকারাও।
কয়েক মাস আগে নিজের ক্যানসারে আক্রান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন হিনা খান। জানান, ক্যানসারের তৃতীয় পর্যায়ে আছেন তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থেকে বিরতি নেবেন না বলেও জানান হিনা খান।
এ বিষয়ে একটি পোস্টে হিনা জানান, জীবনের এই পর্বে বহু ক্যানসার আক্রান্ত ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়েছে এবং তাঁরাই সাহস জুগিয়েছেন হিনাকে। বলিউডে বহু তারকা আছেন, যাঁরা ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন যাঁরা।