দেখতে দেখতে তাহলে ২৫ বছর হয়ে গেল! ২০০০ সালের ১৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘কাহো না... পেয়ার হ্যায়’। বাবা রাকেশ রোশনের এ ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল হৃতিক রোশনের। চলতি বছর ছবিটির ২৫ বছর পূর্ণ হচ্ছে। সঙ্গে পূর্ণ হচ্ছে হৃতিকের ক্যারিয়ারের ২৫ বছরও।
১০ জানুয়ারি হৃতিক রোশনের জন্মদিন। এ দিকে ২৫ বছর পূর্তি উপলক্ষে হৃতিকের জন্মদিনে আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কাহো না...পেয়ার হ্যায়’। ক্যারিয়ারের এই মাইলফলকের সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত অভিনেতা।
মুম্বাইয়ে তিনি এ প্রসঙ্গে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। হৃতিক বলেন তিনি আদতে ‘লাজুক ছেলে’। গণমাধ্যম তাঁকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক হতে সাহায্য করেছে।
হৃতিকের ভাষ্যে, ‘এই দীর্ঘ সময়ে আমি আরও দায়িত্বশীল হয়ে ওঠার চেষ্টা করেছি। চেয়েছি মানুষ হিসেবে নিজেকে আরও বিনয়ী হতে।’
‘কাহো না... পেয়ার হ্যায়’ ২০০০ সালের বলিউডের সফলতম ছবি। এই ছবির প্রযোজক ও পরিচালক হিসেবে রাকেশ রোশন প্রথম ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
হৃতিক পান সেরা নবাগত অভিনেতা ও সেরা অভিনেতার ফিল্মফেয়ার। এ ছবিটি দিয়ে বলিউডের অভিষেক হয় আমিশা প্যাটেলেরও। মাত্র ১০ কোটি রুপি বাজেটের এ ছবিটি বক্স অফিসে ৮০ কোটি রুপি ব্যবসা করে।