‘পাঠান’ সিনেমা গান ‘বেশরম রং’ মুক্তির পর যেন ঝড় শুরু হয়েছিল নেট–দুনিয়ায়। কেউ বলেছিলেন গানটিতে দীপিকা পাড়ুকোনের পোশাক তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে; কেউ অভিযোগ তুলেছিলেন অশ্লীলতার। পরে ১০টি দৃশ্যে কাঁচি চালানোর মাধ্যমে সেন্সর পেয়েছে ছবিটি। তবে ‘পাঠান’ নিয়ে এত আলোচনার মধ্যে আড়ালে পড়ে গেছে ‘কুত্তে’ সিনেমা নিয়ে আলোচনা। সম্প্রতি সেন্সর পেয়েছে এ ছবিও। তবে সে জন্য বেশ কয়েকটি সংলাপ ও নগ্ন দৃশ্যে কাঁচি চালাতে হয়েছে। খবর বলিউড হাঙ্গামার
জানা গেছে, ‘পাঠান’-এর মতো ‘কুত্তে’ সিনেমার ১০টি দৃশ্য ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছে সেন্সর বোর্ড। ছবিটিতে যুক্ত করতে বলা হয়েছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ।
ভারতীয় সেন্সর বোর্ড একটি সংলাপ বদলাতে বলেছে। এ ছাড়া ছবিতে প্রধানমন্ত্রী বক্তব্য থেকে ‘মধ্যপ্রদেশ’ ও ‘ছত্তিশগড়’ শব্দ ছেঁটে ফেলতে বলা হয়েছে।
এ ছাড়া ছবিটির একটি ঘনিষ্ঠ দৃশ্যের নগ্নতাকে ‘সংযত’ করতেও বলা হয়েছে। জানা গেছে, ঘনিষ্ঠ দৃশ্যটিতে অভিনয় করেছেন রাধিকা মদন ও শার্দূল ভরদ্বাজ।
সব ছেঁটে ফেলার পর ‘কুত্তে’র দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১ ঘণ্টা ৫২ মিনিট। ‘পাঠান’ নিয়ে নানা আলোচনার মধ্যে কিছুটা আড়ালেই পড়ে গেছে ছবিটি। আগামীকাল শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ট্রেলার মুক্তির পর অবশ্য গত মাসে ব্যাপকভাবে প্রশংসিত হয় সিনেমাটি।
‘কুত্তে’ আসমান ভরদ্বাজের প্রথম সিনেমা। নামের শেষে ভরদ্বাজ পদবি দেখে চেনা মনে হচ্ছে? ঠিকই আন্দাজ করেছেন, তিনি নন্দিত পরিচালক বিশাল ভারদ্বাজ ও সংগীতশিল্পী রেখা ভরদ্বাজের সন্তান।
অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘কুত্তে’। বাবা বিশালের সঙ্গে ছবিটির গল্প লিখেছেন আসমান। নিজের পরিচালিত প্রথম সিনেমায় দুর্দান্ত সব অভিনয়শিল্পীর সমাবেশ ঘটিয়েছেন পরিচালক। এর মধ্যে আছেন টাবু, নাসিরউদ্দিন শাহ, কঙ্কণা সেনশর্মা, কুমুদ মিশ্র, অর্জুন কাপুর, রাধিকা মদন প্রমুখ।
অনেক বক্স অফিস বিশ্লেষক ভবিষ্যদ্বাণী করেছেন, সেভাবে প্রচার না হলেও অল্প বাজেটে সিনেমাটি বক্স অফিসে ভালো করতে পারে।