১৫ দিন আগেই বিচ্ছেদ হয় মেকআপ রুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া সেই অভিনেত্রীর

তুনিশা শর্মা
ইনস্টাগ্রাম

গতকাল শনিবার মুম্বাইতে মৃত্যু হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার। একটি সিরিয়ালের শুটিং সেটে নিজের মেকআপ রুম থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এর পর থেকেই তোলপাড় চলছে ঘটনাটি নিয়ে। আজ রোববার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তুনিশা শর্মার সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। এ মামলার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কেবল সহ-অভিনেতাই নন, শেজান ও তুনিশার মধ্যে প্রেম ছিল।

শেজান ও তুনিশা

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, তুনিশা ও শেজানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে তুনিশার মৃত্যুর ১৫ দিন আগে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তুনিশা, যা তাঁকে আত্মহত্যার দিকে ঢেলে দিয়েছে বলে মনে করছে তাঁর পরিবার।

তুনিশার মৃত্যুর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্মকর্মা চন্দ্রকান্ত যাদব। তিনি জানান, মেয়ের মৃত্যুর জন্য তুনিশার মা শেজানকে অভিযুক্ত করেছেন। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, মৃত্যুর সময় তুনিশা অন্তঃসত্ত্বা ছিলেন কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

শেজান ও তুনিশা

এদিকে বিভিন্ন সূত্র জানিয়েছে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর তুনিশা ও শেজানের মধ্যে ঝগড়া হয়। এমনকি সেটি গড়িয়েছিল হাতাহাতি পর্যন্ত।
টিভি সিরিয়াল ‘আলিবাবা: দস্তান-ই-কাবুল’-এর প্রধান চরিত্রে অভিনয় করছেন শেজান খান। একই ধারাবাহিকে অভিনয় করছিলেন তুনিশাও।

তুনিশা শর্মা

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তুনিশা। ‘বারবার দেখো’, ‘ফিতুর’ সিনেমায় ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সুজয় ঘোষের ‘কাহানি টু’ সিনেমাতেও মিনি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরে ইতিহাসনির্ভর ‘ভারত কে বীর পুত্র—মহারাণা প্রতাপ’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘ইশক সুভান আল্লাহ’র মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।