‘গোলেমালে’ বাউলগানটি বাঙালির সত্তাজুড়ে আছে। কালজয়ী বাউলগানটিকে নতুন আঙ্গিকে পরিবেশন করলেন অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বাঙালি পরিচালক আলেয়া সেন পরিচালিত ছবি ‘ট্রায়াল পিরিয়ড’-এ গানটি শোনা যাবে।
জিও সিনেমায় মুক্তি পেতে চলেছে আলেয়া সেনের ‘ট্রায়াল পিরিয়ড’ ছবিটি। এ ছবির মূল চরিত্রে দেখা যাবে জেনেলিয়া দেশমুখ ও মানব কলকে।
দীর্ঘ বিরতির পর এ ছবির মাধ্যমে হিন্দি ছায়াছবির দুনিয়ায় ফিরতে চলেছেন জেনেলিয়া। আজ ‘ট্রায়াল পিরিয়ড’ ছবির একটি গান মুক্তি পেয়েছে।
পূর্ণদাস বাউলের গাওয়া অত্যন্ত জনপ্রিয় বাউলগান ‘গোলেমালে’-কে নতুনভাবে সৃষ্টি করেছেন সংগীত পরিচালক কৌশিক গুড্ডু। গানটিতে শ্রেয়া ঘোষালের সঙ্গে গলা মিলিয়েছেন দেব নেগি।
শ্রেয়ার সুরেলা কণ্ঠের জাদুতে গানটি অন্য মাত্রা পেয়েছে। এ বাংলা গানে জেনেলিয়া ও মানবকে দেখা যাবে। এ ছাড়া গানটিতে শিবা চাড্ডা, শক্তি কাপুর, গজরাজ রাও, বরুণ চন্দ্রসহ আরও অনেকে আছেন।
গানটির কোরিওগ্রাফি করেছেন কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায়। ‘গোলেমালে’ গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ছে। সবার ভালোবাসা কুড়াচ্ছে শ্রেয়ার গাওয়া বাউলগানটি।
‘ট্রায়াল পিরিয়ড’ ছবিতে জেনেলিয়াকে দিল্লিতে বসবাসকারী এক সিঙ্গেল মায়ের চরিত্রে দেখা যাবে। আলেয়া সেনের এ ছবিতে তিনি বাঙালি মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। ছবিতে পাঁচ বছরের ছেলের আবদার মেটাতে এক ভাড়া করা বাবা নিয়ে আসবেন জেনেলিয়া। এ ভাড়া করা বাবার চরিত্রে দেখা যাবে মানব কলকে। সব মিলিয়ে এক নির্ভেজাল পারিবারিক হাসির ছবি উপহার দিতে চলেছেন আলেয়া। ছবিটি জিও সিনেমায় ২১ জুলাই থেকে দেখা যাবে।