দীর্ঘ বিরতির পর শাহরুখ খান বড় পর্দায় ফিরছেন ‘পাঠান’ ছবি দিয়ে। আর প্রথম গান প্রকাশের পরই বিতর্কের মুখে পড়ে ‘পাঠান’। সেন্সর বোর্ড ছবিটির ওপর কাঁচি চালালেও সেই বিতর্ক এখনো থামেনি। আর এরই মধ্যে আজ সকালে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। ধুন্ধুমার অ্যাকশন, থ্রিলারে ভরা ২ মিনিট ৩৪ সেকেন্ডের এই ট্রেলারে শাহরুখ, দীপিকা ও জন আব্রাহামের অ্যাকশন নেট–দুনিয়ায় তুলেছে ঝড়।
পাঁচ বছর পর বড় পর্দায় এজেন্ট হয়ে ফিরছেন শাহরুখ। দীপিকা পাড়ুকোনকে সঙ্গে নিয়ে সন্ত্রাসের হাত থেকে বাঁচাবেন দেশ। দেশ রক্ষার এই গল্প বলতে পরিচালক সিদ্ধার্থ আনন্দ দর্শককে দেখাবেন ধুন্ধুমার অ্যাকশন। বলিউড বাদশার এই অ্যাকশন দেখার অপেক্ষায় আছেন তাঁর ভক্তরা। তাঁদের এই অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে চলতি মাসেই। ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’।
ছবিতে দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে ওঠে অশ্লীলতার অভিযোগ। এ ছাড়া গানের দৃশ্যে দীপিকা গেরুয়া রঙের বিকিনি পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন বলে দাবি করেন অনেকে।
গত মাসেই প্রকাশ পেয়েছিল ‘পাঠান’–এর প্রথম গান ‘বেশরম রং’। আর এই গান নিয়েই শুরু হয় বিতর্ক। ছবিতে দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে ওঠে অশ্লীলতার অভিযোগ। এ ছাড়া গানের দৃশ্যে দীপিকা গেরুয়া রঙের বিকিনি পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন বলে দাবি করেন অনেকে। তবে পরে সেন্সর বোর্ডের নির্দেশে ছেঁটে ফেলা হয় এই গানের ৩টি দৃশ্যসহ ছবিটির ১০টি দৃশ্য।
শাহরুখ খানের কামব্যাক ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউডের ভাইজান সালমান খানকে। আর খলনায়কের ভূমিকায় থাকছেন জন আব্রাহাম। ট্রেলারে সালমান খানকে দেখা না গেলেও বোঝাই যাচ্ছে, কোনো এক অ্যাকশন দৃশ্যে দেখা দেবেন সালমান।
শুরু থেকেই ছবিটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ‘পাঠান’–এর। তবু সব বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে সাড়া ফেলবে ‘পাঠান’। এই আশায় বুক বাঁধছেন শাহরুখ–ভক্তরা। ট্রেলার প্রকাশের ছয় ঘণ্টায় পাঁচ মিলিয়ন ভিউ তাঁদের সেই আশায় হাওয়া দিয়েছে।