বলিউডের প্রথম সারির একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল মাধুরী দীক্ষিতের। কিন্তু ১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে বিনোদন দুনিয়া ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী।
তবে মাধুরীর মনের গোপন জায়গা দখল করে রেখেছিলেন এক ক্রিকেট তারকা।
মাধুরীর পছন্দের মানুষটি আর কেউ নন, সুনীল গাভাস্কার। ১৯৯২ সালের এক সাক্ষাৎকারে মাধুরী নিজেই জানিয়েছিলেন এ কথা। খবর টাইমস অব ইন্ডিয়ার
নিজের থেকে আঠারো বছরের বড় এই ক্রিকেটারকে যখন মাঠে নামতে দেখতেন, মুগ্ধ চোখে তাকিয়ে থাকতেন। শুধু তা-ই নয়, সুনীলের জন্য যে তিনি পাগল ছিলেন, সে কথাও নিজ মুখেই স্বীকার করেছিলেন নায়িকা। তিনি বলেন, ‘আমি পাগল ছিলাম তাঁর জন্য।’
সেই সাক্ষাৎকারেই মাধুরী জানিয়েছিলেন, সুনীলের জন্য এতটাই পাগল ছিলেন যে প্রায়ই তাঁর স্বপ্নে আসতেন বিশ্বখ্যাত এই ব্যাটসম্যান। তবে শেষে মাধুরী সংসার পাতলেন হৃদ্রোগবিশেষজ্ঞ শ্রীরাম নেনের সঙ্গে।
প্রায় ২৪ বছরের দাম্পত্যজীবন তাঁদের। দুই সন্তান রয়েছে তাঁদের, আরিয়ান ও রায়ান। বিয়ের পর লম্বা একটা বিরতি নিয়ে অভিনয়ে ফিরেছেন মাধুরী। কখনো যুক্তরাষ্ট্র, কখনো মুম্বাই, দুই দেশেই থাকেন তাঁরা। যেকোনো অনুষ্ঠানে স্বামী শ্রীরামের সঙ্গে দেখা যায় মাধুরীকে।