অজয় দেবগন
অজয় দেবগন

পানমসলার বিজ্ঞাপনে ট্রল, জবাবও দিলেন অজয়

আপাতত ‘সিংহাম এগেইন’ নিয়ে ব্যস্ত বলিউড অভিনেতা অজয় দেবগন। বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে সিনেমাটি। অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’–এর সঙ্গে রীতিমতো লড়াই করছে কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ৩’। তার সঙ্গে লড়াইয়ে শামিল জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত আর বিদ্যা বালান।
অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’র আলোচনার মধ্যেই সামনে এসেছে অভিনেতার পানমসলার বিজ্ঞাপনে কাজ করার সেই পুরোনো বিতর্ক। এটি নিয়ে বেশ সমালোচিতও হয়েছিলেন নায়ক। যদিও কঠিন সমালোচনার পাশাপাশি হাস্যরসও হয়েছিল অজয়ের এই পানমসলার বিজ্ঞাপনের বদলৌতে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে বেশ চর্চাও হয়। ‘অজয় দেবগন মিম’ লিখে গুগলে খুঁজলেও বেরিয়ে আসবে একগুচ্ছ মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির রোল পড়ে এসব মিমের মাধ্যমে।

আগে বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তিনি কোনো রকম নেশার দ্রব্য ব্যবহার করেন না। তার পরেই এই পানমসলার হয়ে বিজ্ঞাপন করায় সমালোচনার শিকার হন তিনি। নেটিজেনরা বলেন, এই একই ব্র্যান্ড কিন্তু তামাকের হয়েও প্রচার করে! এই কটাক্ষ শুনেই চুক্তি ভেঙে বেরিয়ে যান অক্ষয় কুমার। সম্প্রতি এই বিজ্ঞাপনে যুক্ত হন টাইগার শ্রফও।

অনুষ্ঠানে দেখা যায় অজয় দেবগনকেও। এএফপি

যদিও সমালোচনা বা হাস্যরস নিয়ে নাকি কোনো আপত্তিই নেই অভিনেতার? যতই হাসি বা মশকরা হোক, তিনি নাকি এসবে মাথাই ঘামান না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ঠিক আছে। কোনো অসুবিধা নেই। আমার কিছু যায়–আসে না। দীর্ঘদিন ধরে এই পানমসলার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন অজয়। এমনকি বেশ কয়েকবার শাহরুখ খান ও অক্ষয় কুমারও যোগ দেন তাঁর সঙ্গে। তবে একটা সময় পর পানমসলার ব্র্যান্ডের চুক্তি থেকে বেরিয়ে যান অজয়।

দীপাবলিতে মুক্তি পেয়েছে রোহিত শেট্টির পরিচালিত ‘সিংহাম এগেইন’। বক্স অফিসে এরই মধ্যে ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে অজয়ের সিনেমা। ছবিতে অজয় ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অর্জুন কাপুর, টাইগার শ্রফ ও শ্বেতা তিওয়ারি।