দেবাশীষ মাকিজা। ভিডিও থেকে
দেবাশীষ মাকিজা। ভিডিও থেকে

সিনেমা বানিয়ে দেউলিয়া এই পরিচালক, সাইকেল কেনার টাকাও নেই

গত বছরের অন্যতম প্রশংসিত হিন্দি সিনেমা ‘জোরাম’। সমালোচকদের ব্যাপক প্রশংসা, বিভিন্ন পুরস্কারে মনোনয়ন জুটলেও বক্স অফিসে ডাহা ফ্লপ করে সিনেমাটি। সম্প্রতি প্রবন চোখানির সঙ্গে এক সাক্ষাৎকারে সিনেমাটির নির্মাতা দেবাশীষ মাকিজা বলেছেন, ‘জোরাম’-এর বক্স অফিস ব্যর্থতায় তিনি দেউলিয়া হয়ে গেছেন। খবর বলিউড হাঙ্গামার

মনোজ বাজপেয়ি, তন্নিষ্ঠা চ্যাটার্জি অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসিত হয়।

‘জোরাম’ এ মনোজ বাজপেয়ী

ফিল্মফেয়ার পুরস্কারে সমালোচক শাখায় মনোনয়ন পেয়ে দুই বিভাগে পুরস্কারও জেতে ‘জোরাম’। কিন্তু পুরস্কারই সার, বক্স অফিস থেকে আয় করতে পারেনি সিনেমাটি।

নির্মাতা দেবাশীষ দুই দশক ধরে হিন্দি সিনেমায় কাজ করছেন। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এত দিন কাজ করেও তিনি সিনেমা বানিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেননি।

দেবাশীষ বলেন, ‘আমার নির্মিত কোনো সিনেমায় সেভাবে আয় করতে পারেনি। বাড়িভাড়ার টাকা জোগাতে আমাকে হিমশিম খেতে হয়েছে। “জোরাম”-এর ক্ষেত্রেও তা–ই হয়েছে। আমি লগ্নি ফেরত না পেয়ে দেউলিয়া হয়ে গেছি।

দেবাশীষ মাকিজা। ভিডিও থেকে

পাঁচ মাস ধরে বাসাভাড়া দিতে পারিনি। বাড়ি থেকে তাড়িয়ে না দিতে বাড়িওয়ালার কাছে হাতজোড় করেছি। আপনি যখন শিল্পকে প্রাধান্য দিয়ে কাজ করবেন, এভাবেই আপনাকে মূল্য চোকাতে হবে।’

নিজের দুরবস্থার কথা জানিয়ে দেবাশীষ আরও বলেন, ‘আমার বয়স ৪০ পার হয়েছে, কিন্তু এখন আমার একটা সাইকেল কেনার সামর্থ্যও নেই।’

দেবাশীষ নির্মিত সিনেমাগুলো বরাবরই বক্স অফিসে সাফল্য পেতে সংগ্রাম করেছে। সাক্ষাৎকারে তিনি নিজেই জানান, ২০১৭ সালে তাঁর মুক্তি পাওয়া সিনেমা ‘আজি’ মাত্র ১৫ লাখ রুপি আয় করেছিল। অথচ সিনেমাটি বানাতে তাঁর খরচ হয়েছিল ১ কোটি রুপি!