অক্ষয় কুমার
অক্ষয় কুমার

টানা ১৬টি ফ্লপ ছবি নিয়ে মুখ খুললেন অক্ষয়

হিন্দি সিনেমার অন্যতম শীর্ষ নায়ক অক্ষয় কুমার। তবে একটা সময় নিজের ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করতে হয়েছে অভিনেতাকে। নব্বইয়ের দশকে একই ধরনের সিনেমা আর একের পর এক ফ্লপ নিয়ে হাঁপিয়ে উঠেছিলেন তিনি। সম্প্রতি ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবির প্রচার উপলক্ষে নিজের ফ্লপ ছবি নিয়ে মুখ খুলেছেন অক্ষয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

মঙ্গলবার মুম্বাইয়ে অক্ষয়ের নতুন ছবি ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা।

‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পৃথ্বীরাজ সুকুমারন, মানুষি ছিল্লার, অক্ষয় কুমার, আলেয়া এফ ও টাইগার শ্রফ। এএফপি
‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পৃথ্বীরাজ সুকুমারন, মানুষি ছিল্লার, অক্ষয় কুমার, আলেয়া এফ ও টাইগার শ্রফ। এএফপি

অক্ষয় ছাড়াও ছবির অন্যান্য অভিনেতার মধ্যে উপস্থিত ছিলেন টাইগার শ্রফ, মানুষি ছিল্লার, পৃথ্বীরাজ সুকুমারন প্রমুখ।

সাম্প্রতিক সময়ের মধ্যে মুক্তি পাওয়া অক্ষয় অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ও ‘মিশন রানিগঞ্জ’–এর মতো ছবিগুলো বক্স অফিসে অসফল হয়েছে। একমাত্র ‘ওএমজি ২’ ছবিটি ভালো ব্যবসা করেছিল।

‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অক্ষয় কুমার ও মানুষি ছিল্লার। এএফপি

অক্ষয় বলেন, ‘আমি যেসব ছবি করেছি, সেখানে কখনো সফল হয়েছি, কখনো হইনি। আমি আগেও ব্যর্থতার সাক্ষী থেকেছি। একটা সময় আমার টানা ১৬টি ছবি ফ্লপ করে।’

ব্যর্থ হওয়ার পরও অক্ষয় কিন্তু থেমে থাকেননি। অভিনেতা বলেন, ‘কিন্তু আমি তারপরও কাজ করতেই থেকেছি। আগামী দিনেও সেটাই করব। এই ছবিতে (বড়ে মিয়া ছোটে মিয়া) আমরা প্রত্যেকেই প্রচণ্ড পরিশ্রম করেছি। আশা করছি, এ ছবিটা সবার জন্যই সৌভাগ্য বয়ে আনবে।’

সাফল্যের সন্ধানে কীভাবে ছবি নির্বাচন করেন, সে প্রসঙ্গেও ট্রেলার মুক্তি অনুষ্ঠানে কথা বলেছেন অক্ষয়। অভিনেতা বলেন, ‘আমি সব সময়ই ভিন্ন ঘরানার ছবি করার চেষ্টা করি। কারণ, কোনো একটি নির্দিষ্ট ঘরানার ছবি করতে থাকলে তখন একঘেয়েমি চলে আসে।’

ছবিটি আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।