প্যারিসে কী করছেন জাহ্নবী

ছুটি কাটাতে প্যারিস গেছেন বলিউডের তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁর ঘোরাঘুরির আরও তথ্য থাকল।
কাঁধে ব্যাগ, পরনে ফ্লোরাল জামায় নিজেকে সাজিয়েছেন জাহ্নবী কাপুর। প্যারিসের একটি মিউজিয়ামে ঘোরাঘুরির সময় ছবিটি তোলা
ছবি: ইনস্টাগ্রাম
একই জামা ও ব্যাগে, মিনিমাল মেকআপে জাহ্নবী
ছবি: ইনস্টাগ্রাম
প্যারিসের একটি বাড়ির ব্যালকনিতে সূর্যের আলোয় নিজেকে মেলে ধরলেন তিনি
সমুদ্রের কোলে উপন্যাস পড়ছেন জাহ্নবী, তাঁর পরনে ডেনিম শর্টস, বিকিনি ও গোলাপি রঙের কার্ডিগান
সমুদ্রের পাড়ে মেডিটেশন করছেন
আইফেল টাওয়ারকে পেছেন রেখে ক্যামেরার সামনে জাহ্নবী