পরিণীতি চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে
পরিণীতি চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে

পরিণীতি রোমাঞ্চকর ভ্রমণের জন্য প্রস্তুত

অভিনয়ের দক্ষতা আগেই প্রমাণ করেছেন পরিণীতি চোপড়া। এবার গায়িকা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান তিনি। সম্প্রতি তিনি গান ও বিয়ের পর ‘নতুন জীবন’ নিয়ে কথা বলেছেন।

এর আগে ‘মেরি পেয়ারি বিন্দু’ ও ‘কেশরী’ ছবিতে গান গেয়েছেন পরিণীতি। তবে এবার পুরোদমে গায়িকা হিসেবে আসতে চলেছেন তিনি। ইমতিয়াজ আলীর ‘চমকিলা’ ছবিতে ১৫টি গান গাইবেন এই বলিউড নায়িকা।

পরিণীতি চোপড়া। ইনস্টাগ্রাম থেকে

এই আত্মজীবনীমূলক ছবিতে তাঁকে নায়িকা ও গায়িকা—দুই ভূমিকাতেই দেখা যাবে। পরিণীতি জানিয়েছেন, ‘ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার অন্যতম কারণ ছিল আমি এ ছবিতে নিজের অনেকগুলো গান গাওয়ার সুযোগ ছিল। ছবিটিতে আমার সহ–অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ আমার গান শুনেছে। তার বক্তব্য, গানগুলো আমি মঞ্চেও গাইতে পারি। আশপাশের অনেক মানুষই এ কথা বলছেন।’

পরিণীতি চান, অভিনয় ও গানের ক্যারিয়ার সমানভাবে এগিয়ে নিতে। তিনি বলেন, ‘একই সঙ্গে গান ও অভিনয় করা আমার জন্য রোমাঞ্চকর এক ভ্রমণ হবে। এ জন্য আমাকে কঠিন পরিশ্রম করতে হবে। সংগীতশিল্পী হিসেবে নিজেকে তৈরি করে নেব। সারা বিশ্বের নানা ধরনের সংগীত সম্পর্কে জানব; নিজেকে আরও সমৃদ্ধ করব। তবে এসব নিয়ে বেশি চাপ নিতে চাই না। আমি মানসিকভাবে অন্যদের থেকে আলাদা। অভিনয় বা গান আমার জীবনের অংশমাত্র, পুরো জীবন নয়।’

বিবাহিত জীবনের প্রসঙ্গে পরিণীতি বলেছেন, ‘আমি মনে করি না যে বিয়ের পর ক্যারিয়ারকে কম গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমি জানি, কখন কোন বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। বিয়ের কোনো প্রভাব আমার কাজে পড়বে না।’

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা

অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের বৈবাহিক সম্পর্ক অন্যদের চেয়ে আলাদা। আমরা দুজন আলাদা আলাদা শহরে থাকি। নিজেদের কাজকে গুরুত্ব দিই। আমরা একটাই জীবন পেয়েছি, তাই সবকিছুর স্বাদ নিতে চাই।’

ইমতিয়াজ আলীর ‘চমকিলা’ ছবিটি শিগগিরই নেটফ্লিক্সে মুক্তি পাবে। বিতর্কিত পাঞ্জাবি লোকসংগীতশিল্পী অমর সিং চমকিলার জীবন অবলম্বনে এ ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবিতে পরিণীতিকে তাঁর স্ত্রী ও সহ-গায়িকা অমরজোত কৌরের ভূমিকায় দেখা যাবে। অমর সিংয়ের চরিত্রে আছেন দিলজিৎ। ছবিটির সংগীত পরিচালক এ আর রাহমান।