সিনেমাটি সবার জন্য নয়, বললেন ‘অ্যানিমেল’ অভিনেত্রী

আলোচিত–সমালোচিত সিনেমা ‘অ্যানিমেল’–এ রণবীর কাপুরের ছোট বোনের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় অভিনেত্রী অংশুল চৌহান। তাঁর চরিত্রটি ছোট হলেও পর্দায় রণবীর কাপুর, অনিল কাপুর ও রাশমিকা মান্দানাদের সঙ্গে দেখা গেছে তাঁকে। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
‘অ্যানিমেল’ সিনেমা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনার ঝড়ও উঠেছে সামাজিকযোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে অংশুল চৌহান বলেছেন, ‘আমি বুঝতে পারছি, ছবিটি সবার জন্য নয়। ছবিটি নিয়ে মানুষে মতামতকে আমি সম্মান করি, তাঁদের বলার অধিকার রয়েছে।’ ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা
ছবি: অংশুলার ইনস্টাগ্রাম থেকে
এই বছর মুক্তিপ্রাপ্ত আরেক সিনেমা ‘তেজাস’–এ অভিনয় করে আলোচিত হয়েছেন অংশুলা চৌহান। সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন কঙ্গনা রনৌত
ছবি: অংশুলার ইনস্টাগ্রাম থেকে
মুক্তির অপেক্ষায় থাকা ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় পাওয়া যাবে অংশুলাকে। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘২০২২ সালের শেষভাগে সিনেমার দৃশ্যধারণ শেষ করেছি। ক্রিকেট নিয়ে আমার তেমন জানাশোনা ছিল না, সিনেমার জন্য আমি তিন মাস ধরে ক্রিকেট খেলা শিখেছি।’ ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনীভিত্তিক সিনেমাটি নির্মাণ করছেন প্রসিত রায়
এর আগে ‘জিরো’, ‘শুভ মঙ্গল সাবধান’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি
অংশুলা চৌহানের জন্ম ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নয়ডা শহরে