প্রকাশ্যে এল কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের ছবি

৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি। রাজস্থানের মরু শহর জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে অস্তমিত সূর্যকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শেরশাহ জুটি। পাঞ্জাবি রীতি–রেওয়াজ মেনে বিয়ে হয়েছে। ঘোড়ায় চেপে বিয়ের মণ্ডপে প্রবেশ করেছিলেন সিদ্ধার্থ।

রাত পৌনে ১১টায় নেট–দুনিয়ায় এল তাঁদের তিনটি নতুন ছবি
রাত পৌনে ১১টায় নেট–দুনিয়ায় এল তাঁদের তিনটি নতুন ছবি
তিনটি ছবি শেয়ার করে কিয়ারা লিখেছেন, ‘এখন থেকে আমরা চিরতরে একে অপরের হলাম।’
এদিন গোলাপি লেহেঙ্গায় কনের বেশে কিয়ারা হয়ে উঠেছিলেন বধূ। আর বর সিদ্ধার্থের পরনে ছিল শেরওয়ানি।
সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি
জয়সলমীরের সূর্যগঢ় প্যালেস এখন ঝলমলিয়ে উঠেছে ‘শেরশাহ’ জুটি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানির বিয়ে উপলক্ষে
কিয়ারা আদভানি