৯৯ মিনিটে ১০ লাখ অনুসারী, রেকর্ড গড়লেন বিজয়

বিজয়
ইনস্টাগ্রাম

এত দিন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ছিল না দক্ষিণি তারকা বিজয়ের। ইনস্টাগ্রামে এসেই যেন ঝড় তুলেছেন তিনি। গতকাল অ্যাকাউন্ট খোলার পর মাত্র ৯৯ মিনিটে ১০ লাখ অনুসারী পেয়েছেন তিনি। সবচেয়ে দ্রুত ১০ লাখ অনুসারী পাওয়া ব্যক্তিদের তালিকায় তিনি তৃতীয়।

৪৩ মিনিটে ১০ লাখ অনুসারী পেয়ে এই তালিকার প্রথম স্থানে রয়েছে কোরিয়ার ব্যান্ড বিটিএস। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির ১০ লাখ অনুসারী হয়েছিল মাত্র ৫৯ মিনিটে। মাত্র ৯৯ মিনিটে ১ মিলিয়ন অনুসারী হওয়ার পরও থেমে থাকেননি ভক্তরা। ২৪ ঘণ্টা না পেরোতেই বিজয়ের অনুসারীর সংখ্যা পেরিয়ে গেছে ৪৫ লাখ!

শুধু অনুসারীর সংখ্যা নয়, ছবি শেয়ার করেও তাক লাগিয়ে দিয়েছেন এই তারকা। অ্যাকাউন্ট খোলার কিছুক্ষণ পরই নিজের একটি ছবি শেয়ার করেন বিজয়।

‘লিও’–এর ঘোষণা টিজারে বিজয়

ক্যাপশনে অভিনেতা তাঁর ভক্ত ও অনুরাগীদের অভিবাদন জানান। ২৪ ঘণ্টায় এই ছবিতে রিয়্যাকশনের সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়ে যায়। ছবির মন্তব্যের ঘরে তাঁর প্রশংসা করে ইনস্টাগ্রামে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন প্রায় পাঁচ লাখ অনুরাগী।

সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্য দিয়ে অভিনেতা-অভিনেত্রীরা তাঁদের ভক্তদের সঙ্গে বিভিন্ন সংবাদ, ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ভাগাভাগি করে নেন। বিজয় এত দিন টুইটারের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। ফেসবুকে অ্যাকাউন্ট থাকলেও তা অনেক দিন ধরেই নিষ্ক্রিয়। এবার ভক্তদের সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রিয় যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

বর্তমানে লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘লিও’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত বিজয়। এই সিনেমার শুটিং সেট থেকেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন তিনি। সিনেমায় বিজয়ের সঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্তকে। সম্প্রতি কাশ্মীরে ৫৫ দিনের শুটিং শেষ করে ফিরেছে পুরো শুটিং ইউনিট।

থালাপতি বিজয়

এখন অন্যান্য লোকেশনের শুটিং চলছে। আগামী ১৯ অক্টোবর সিনেমাটির বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটিকে লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্সের একটি অংশ বলে মনে করা হচ্ছে। বিজয়কে শেষ দেখা গিয়েছিল ‘ভারিসু’ সিনেমায়।