বাগ্‌দানের অনুষ্ঠানে সবিতা ও নাগা। এক্স থেকে
বাগ্‌দানের অনুষ্ঠানে সবিতা ও নাগা। এক্স থেকে

বিয়েতে সাড়ে ৩ কোটির উপহার নাগা-সবিতার

দক্ষিণি তারকা নাগা চৈতন্য ও বলিউড অভিনেত্রী সবিতা ধুলিপালার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল শুক্রবার একেবারে দক্ষিণি রীতি অনুযায়ী গায়েহলুদ সারলেন এ জুটি। হয়েছে মঙ্গল স্নানও। নাগা ও সবিতার বেশ কিছু ছবিও প্রকাশ্যে এসেছে। বিয়ে উপলক্ষে নব দম্পতিকে এক বিশেষ উপহার দিতে চলেছেন নাগা চৈতন্যর বাবা নাগার্জুন। খবর বলিউড লাইফের

আগামী ৪ ডিসেম্বর হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসবে নাগা-সবিতার বিয়ের আসর। তার আগেই প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান হাজির ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন।

গতকাল শুক্রবার একেবারে দক্ষিণি রীতি অনুযায়ী গায়েহলুদ সারলেন এ জুটি। ইনস্টাগ্রাম থেকে

গত চার বছরের প্রেমকে অবশেষে স্বীকৃতি দিতে চলেছেন নাগা-সবিতা। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, কবে তাঁদের বিয়ে। অনুষ্ঠান সভাস্থলের খবর প্রকাশ্যে এলেও কারা নিমন্ত্রিত, কেমন আয়োজন, তার কিছুই জানা যায়নি এখনো। এরই মধ্যে গুঞ্জন, নেটফ্লিক্সের কাছে ৫০ কোটি টাকায় বিয়ের ভিডিওর স্বত্ব বিক্রি করতে চলেছেন দম্পতি।

বিয়ে উপলক্ষে নবদম্পতিকে বিলাসবহুল গাড়ি উপহার দিতে চলেছেন নাগার্জুন। জানা গেছে, গাড়িটির দাম ২ কোটি ৫০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

গত আগস্টে নাগার্জুনের বড় ছেলে নাগা চৈতন্য বাগ্‌দান সারেন সবিতা ধুলিপালার সঙ্গে। এদিকে কিছুদিন আগেই বাগ্‌দান সেরেছেন নাগার্জুনের ছোট ছেলে অখিল আক্কিনেনি। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে জুলফি রাভদজির কন্যা জয়নভ রাভদজির সঙ্গে বাগ্‌দান সেরেছেন অখিল আক্কিনেনি।

ছোট ছেলের বাগ্‌দান প্রসঙ্গে নাগার্জুন বলেন, ‘বাবা হিসেবে আমি ভীষণ আনন্দিত। অখিল ও জয়নভ আগামী দিনে সুখী হোক, সে কামনাই করি। জয়নভের ব্যবহার এবং শৈল্পিক চিন্তা আমাদের অভিভূত করেছে।