গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ে যেন বসেছিল তারার মেলা। কোলাজ
গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ে যেন বসেছিল তারার মেলা। কোলাজ

এক ছাদের নিচে শাহরুখ, ক্যাটরিনা, জাহ্নবীদের কী কাজ

শাহরুখ খান, গৌরী খান থেকে ক্যাটরিনা কাইফ, কে নেই আয়োজনে। গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ে যেন বসেছিল তারার মেলা। কী উপলক্ষে এই আয়োজন? টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

দ্য নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আয়োজন করেছিল এক লালগালিচার, সেখানেই হাজির হন বলিউড তারকারা। মূলত এই সেন্টারের ক্যাফের প্রিভিউ নাইট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাঁরা। ছবি: এএফপি
আয়োজনে স্ত্রী গৌরী খানকে নিয়ে হাজির ছিলেন শাহরুখ খান। আলোচিত এই দম্পতি এসেছিলেন কালো পোশাকে। এএফপি
এসেছিলেন শহীদ কাপুর ও মীরা রাজপুত দম্পতিও। এএফপি
অনেক দিন পর এই এই অনুষ্ঠানে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। এএফপি
অনুষ্ঠানে ছিলেন মাধুরী দীক্ষিত। এএফপি
কালো পোশাকে ছিলেন বিদ্যা বালান। এএনআই
এমন অনুষ্ঠানে জাহ্নবী কাপুর থাকবেন না, তা কি হয়! তিনিও ছিলেন এই আয়োজনে। এএফপি
খোশমেজাজে দেখা যায় অর্জুন কাপুরকে। এএফপি
অনুষ্ঠানে নজর কাড়ে করণ জোহরের পোশাক। এএফপি
জাহ্নবীর বোন খুশি কাপুরও এসেছিলেন। এএফপি
অনন্যা পান্ডেকেও দেখা যায় এই আয়োজনে। এএফপি