রাধিকা ও অনন্ত। এএনআই
রাধিকা ও অনন্ত। এএনআই

মুকেশ আম্বানির ছেলের বিয়ের কার্ড ভাইরাল, কবে বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা?

মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্ট খুব শিগগির সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। মার্চ মাসে গুজরাটের জামনগরে তাঁদের বিবাহ-পূর্ব অনুষ্ঠানের আসর বসেছিল।

এবার ইতালিতে অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে সেখানে বেশ কিছু বলিউড তারকা পৌঁছে গেছেন। এরই মধ্যে তাঁদের বিয়ের কার্ড ভাইরাল হয়েছে। এই কার্ডে হবু দম্পতির বিয়ের দিন ফাঁস হয়েছে।

সম্প্রতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের কার্ড প্রকাশ্যে এসেছে। এই কার্ডে ছাপা তথ্য অনুযায়ী, তাঁরা আগামী ১২ জুলাই মালাবদল করতে চলেছেন। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ের জমকালো আসর বসবে। হিন্দু বৈদিক রীতি অনুযায়ী অনন্ত আর রাধিকা চিরবন্ধনে আবদ্ধ হবেন।

রাধিকা ও অনন্ত। এএনআই

আরও ফাঁস হয়েছে, তিন ধরে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান চলবে। বিয়ের দিন ড্রেস কোড সাবেকি পোশাক রাখা হয়েছে। ১৩ জুলাই আশীর্বাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিনের ড্রেস কোড ভারতীয় ফরমাল পোশাক রাখা হয়েছে। আর ১৪ জুলাই রাখা হয়েছে অনন্ত-রাধিকার বিয়ের সংবর্ধনা পার্টির অনুষ্ঠান।

এদিকে ২৯ মে থেকে অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ১ জুন পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এক বিলাসবহুল ক্রুজে তাঁদের প্রি-বিবাহের আসর বসেছে। নাইট পার্টি, টোগা পার্টি, এ রোম হলিডেসহ আরও নানা অনুষ্ঠান রাখা হয়েছে এই আসরে। প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানে সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাটসহ অনেকেই পৌঁছে গেছেন।

জামনগরে আয়োজিত প্রথম বিবাহ-পূর্ব অনুষ্ঠানে ছিল দেশি-বিদেশি তারকার মেলা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান থেকে শুরু আরও অনেক তারকা এই আসরকে আরও ঝলমলে করে তুলেছিলেন। রিয়ানা নাচে–গানে মাতিয়ে দিয়েছিলেন অনন্ত-রাধিকার বিবাহ-পূর্ব আসরকে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল, তাঁদের এই অনুষ্ঠানে ১ হাজার ২০০ কোটি রুপি খরচ হয়েছিল।