একসঙ্গে এত তারকার সঙ্গে একই ছবিতে, স্বপ্নেও ভাবেননি মৌনি রায়। সব মিলিয়ে নিজের ‘ব্রহ্মাস্ত্র’ ভ্রমণ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। টেলিভিশনের দুনিয়ায় রীতিমতো রাজত্ব করেছেন মৌনি রায়। বিশেষ করে ‘নাগিন’ সিরিজে ‘নাগিনকন্যা’ শিবান্যর চরিত্রে সবাইকে চমকে দিয়েছেন তিনি। বড় পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’, জন অ্যাব্রাহামের সঙ্গে ‘রোমিও আকবর ওয়াল্টার’, রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মেড ইন চায়না’র মতো ছবিতে দেখা গেছে তাঁকে। তবে এবার ‘ব্রহ্মাস্ত্র’ছবিতে এক অন্য রূপে আসতে চলেছেন তিনি।
অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিতে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুনের মতো তারকারা আছেন। শাহরুখ খানকে এই ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে মৌনি বলেছন, ‘রণবীর, আলিয়া, বচ্চন স্যার, নাগার্জুন স্যার, শাহরুখ স্যারের সঙ্গে কাজ করে দারুণ আনন্দ পেয়েছি। শাহরুখ স্যার এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে আসবেন। “ব্রহ্মাস্ত্র”র ফ্যান্টাসির দুনিয়ায় শামিল হতে পেরেছি, এ জন্য নিজেকে ভাগ্যবতী মনে করি। এসব অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করে নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি। শুটিংয়ের সময় অনেক কিছু শিখেছি—সবকিছুই আমার জীবন অনেকটা বদলে দিয়েছে।’
এখানেই শেষ নয়, ছবিটিকে মৌনি তুলনা করেছেন হলিউডের সুপারহিরো ছবির সঙ্গে। তিনি বলেন, ‘আমরা মার্বেল ও ডিসির ছবি দেখে অবাক হই। কিন্তু আমাদের দেশ তো গল্পের দেশ। অয়ন ছবিতে আমাদের দেশের কাহিনিগুলো জুড়ে এমন এক ফিকশন বানিয়েছে, যা দারুণ চমকপ্রদ।’
প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌনি পরিচালক অয়ন মুখার্জির সম্পর্কে বলেছিলেন, ‘ওর চিন্তাভাবনা একদম আলাদা। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যি দারুণ। কাজ করতে করতে আমরা ভালো বন্ধু হয়ে উঠেছি।’
ধর্মা প্রোডাকশন প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে মৌনির চরিত্রের নাম ‘জুনুন’। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমার ক্যারিয়ারে যত চরিত্রে অভিনয় করেছি, তার মধ্যে জুনুন আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। শুরুতে অতিথি চরিত্র হিসেবে ছবির সঙ্গে যুক্ত হয়েছিলাম। ধীরে ধীরে আমার চরিত্রটি দীর্ঘ হলো। এই ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করা চ্যালেঞ্জিং হলেও দারুণ উপভোগ্য অভিজ্ঞতা।’
পৌরাণিক কাহিনি নিয়ে নির্মিত ফ্যান্টাসি–ড্রামা ছবি ‘ব্রহ্মাস্ত্র’ । শুরুতে প্রকাশ করা না হলেও জানা গেছে, ছবিতে শাহরুখ খানের উপস্থিতিও আছে ৩০ মিনিট মতো।
৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়লাম ভাষায় ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে।