‘দিল সে’র ২৫ বছর, ছবিটি নিয়ে এই সাত তথ্য জানতেন কি
বিনোদন ডেস্ক
আজ ‘দিল সে’ সিনেমা মুক্তির ২৫ বছর পূর্ণ হলো। ১৯৯৮ সালের ২১ আগস্ট মুক্তি পায় মণিরত্নমের ছবিটি। এ উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ‘দিল সে’ সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য।
মণিরত্নমের ‘সন্ত্রাস’-ত্রয়ী সিনেমার তৃতীয় কিস্তি ‘দিল সে’। আগে মুক্তি পেয়েছিল ‘রোজা’ ও ‘বোম্বে’। পরিচালকের সঙ্গে সিনেমাটির সহপ্রযোজকও মণি। অন্য প্রযোজকদের নাম শুনলেও চমকে যেতে পারেন—রাম গোপাল ভার্মা, শেখর কাপুর
ছবিতে নায়িকার চরিত্রে প্রথম পছন্দ ছিলেন কাজল। তবে শিডিউল জটিলতায় তিনি অভিনয় করতে পারেননি। পরে তাঁর চরিত্রে নেওয়া হয় মনীষা কৈরালাকে। এ ছবি দিয়েই অভিষেক হয় প্রীতি জিনতার। যদিও শুরুতে এই চরিত্রে প্রস্তাব দেওয়া হয় রানী মুখার্জিকে। কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দেন
সিনেমার ব্যাপক জনপ্রিয় গান ‘চল ছাইয়া ছাইয়া’। গানটিতে চলন্ত ট্রেনের ওপর শাহরুখ খান, মালাইকা অরোরার নাচ কে ভুলতে পারে! তবে গানটিতে নাচার সময় কোনো সুরক্ষা ব্যবহার করেননি অভিনেতা
বিজ্ঞাপন
‘দিল সে’ নামে মুক্তি পেলেও শুরুতে সিনেমাটির নাম ছিল ‘লাদাখ: এক প্রেম কাহিনি’। লাদাখের বিখ্যাত প্যাংগং লেকে শুটিং হওয়া এটিই প্রথম হিন্দি সিনেমা। এখানে ‘সাতরঙ্গি রে’ গানের একটি অংশের শুটিং হয়এ আর রাহমানের সংগীত পরিচালনায় সিনেমাটির সব কটি গানই ব্যাপক জনপ্রিয়তা পায়। এই সিনেমার গানের অ্যালবাম ভারতে ৩০ লাখের বেশি কপি বিক্রি হয়
বিজ্ঞাপন
ছবিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে মণিরত্নম জানিয়েছেন, গত ২৫ বছরে আর একবারও সিনেমাটি দেখেননি তিনিভারতের বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও বিদেশে ব্যাপক সাফল্য পায় ছবিটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানে ভালো ব্যবসা করে। ৪৪তম ফিল্মফেয়ারে ৬টি পুরস্কার জেতে ‘দিল সে’