চার বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন দক্ষিণ ভারতের জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। এর পর থেকে নাগার সঙ্গে অভিনেত্রী সবিতা ধুলিপালার নাম জড়ায়। নতুন খবর, দুই তারকার আজ বাগ্দান সেরেছেন।
সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে নাগার জীবনে এক নতুন নারীর আগমনের কথা শোনা গিয়েছিল। আর সেই নারী আর কেউ নন, অভিনেত্রী সবিতা ধুলিপালা। নাগা-সবিতার প্রেমের খবরে মশগুল ছিল বিনোদনপাড়া। তাঁরা একে অপরের সঙ্গে ডেট করতেন। বিদেশে এই দুই তারকাকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। বেশ কিছুবার নাগা আর সবিতার রোমান্টিক ছবি অন্তর্জালের দুনিয়ায় ছড়িয়েছে। তবে এই প্রেমিক যুগল যে তাঁদের সম্পর্ক ঘিরে সিরিয়াস, তা তাঁদের বাগ্দানের খবরেই স্পষ্ট।
শোনা যাচ্ছে, আজই নাগা ও সবিতার বাগ্দান পর্ব ছিল। আর এই বাগ্দানের অনুষ্ঠান হয়েছে নাগার বাসায়। তবে নাগা বা সবিতার পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে নাগা ও সবিতার বাগদানের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন নাগার বাবা দক্ষিণি তারকা নাগার্জুনা আক্কিনেনি। নিজের এক্স হ্যান্ডেলে দুটি ছবি দিয়ে তিনি জানিয়েছেন, আজ ভারতীয় সময় সকাল ৯টা ৪২ মিনিটে নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালার বাগদান সম্পন্ন হয়েছে। দুজনকে শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘তাঁদের বাগদানে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, তাঁরা সুখী দম্পতি হবে। তাঁদের জীবন হাসি-আনন্দে ভরে উঠুক।’
কিছু ভারতীয় অনলাইন গণমাধ্যমের দাবি যে নাগা নিজে তাঁর বাগ্দানের খবর সামাজিক মাধ্যমে দেবেন। শুধু তা–ই নয়, একই সঙ্গে এই দক্ষিণি তারকা তাঁর আর সবিতার বিয়ের দিনের আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে অনেকে মনে করছেন। নাগার বাবা তথা দক্ষিণি তারকা নাগার্জুন তাঁদের বাগ্দানের খবরের পাশাপাশি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করবেন।
নাগা-সামান্থা জুটিকে দক্ষিণ ভারতের জনপ্রিয় জুটির একটি মনে করা হতো। ২০০৯ সালে ‘ইয়ে মায়া চেসেভে’ সিনেমার সেট থেকেই তাঁদের প্রেমের শুরু। দীর্ঘ আট বছর প্রেমের পর ২০১৭ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। চার বছরের দাম্পত্য জীবনের পর হঠাৎই তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।