একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান পূজা এন্টারটেইনমেন্ট। কোভিডের পর থেকে টানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক বাসু ভাগনানি।
সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ আনেন একাধিক কর্মী। কর্মীদের প্রায় দুই বছরের বেতন বকেয়ার খবরে শুরু হয় তুমুল আলোচনা। এর মাঝেই মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির সাততলা ভবনের বিক্রির খবর দেয় ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।
যদিও ভবন বিক্রির বিষয়টি মিথ্যা দাবি করেন প্রযোজক বাসু ভাগনানি। সব কর্মীর অর্থ পরিশোধের উদ্যোগের কথাও জানান তিনি। এবার ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সের কাছে ৪৭ কোটি রুপির বেশি অর্থ পাওনা রয়েছে বলে অভিযোগ এনেছেন এই প্রযোজক। ‘হিরো নাম্বার ওয়ান’, ‘মিশন রানিগঞ্জ’ এবং ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার স্বত্বের জন্য প্রাপ্য অর্থ নাকি প্রযোজককে এখনো মেটায়নি নেটফ্লিক্স। প্রায় ৪৭ কোটি ৩৭ লাখ রুপি এখনো পাওয়া বাকি তাঁর।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা। গতকাল বুধবার একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রযোজক বাসু ভাগনানির অভিযোগের তদন্ত চলছে। তবে অর্থ পাওয়ার বিষয়টি ভিত্তিহীন বলছে নেটফ্লিক্স।
অন্যদিকে, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার পরিচালক আলী আব্বাস জাফরের নামেও প্রায় ৯ কোটি রুপি প্রতারণার অভিযোগ এনেছেন বাসু ভাগনানি। শুটিংয়ে আবুধাবি কর্তৃপক্ষের দেওয়া ভর্তুকির অর্থ নাকি আত্মসাৎ করেছেন আলী আব্বাস জাফর। সিনেমার লেখক হিমাংশু রাও ও একেশ রণদীপের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন তিনি।